Aero India 2021 Photos: বেঙ্গালুরুতে শুরু হল এরো ইন্ডিয়া শো, ভারতীয় বায়ুসেনার শক্তিপ্রদর্শনের ঝলক দেখুন...
এখানেই ৮৩টি তেজস যুদ্ধবিমান তৈরির আনুষ্ঠানিক চুক্তি হয় হ্যালের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপস্থিত ছিলেন বায়ুসেনার শীর্ষ কর্তারা।
উপস্থিত ছিলেন বিদেশি প্রতিনিধিদল ও প্রতিরক্ষামন্ত্রকের শীর্ষ পদাধিকারীরা।
মাঝ আকাশে কেরামতি দেখাচ্ছে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
কেরামতি দেখাচ্ছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার
প্রদর্শনে অংশ নিয়েছে ৫৪০টির বেশি দেশী-বিদেশি সংস্থা।
ভারতীয় বায়ুসেনার সর্ববৃহৎ সি-১৭ গ্লোবমাস্টার পণ্যবাহী বিমান
আকাশের বুক চিরে বেরিয়ে যাচ্ছে রাফাল।
হাওয়ার চেয়ে দ্রুতগতিতে পার করল সুখোই-৩০ এমকেআই।
বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো-তে ফ্লাই পাস্ট।
ফ্লাইপাস্ট করে তিনটি এমআই-১৭ হেলিকপ্টার।
অংশগ্রহণ করছে ৮০টি বিদেশি সংস্থা।
এবারের এয়ার শো-তে অংশগ্রহণ করছে ৫৫টি দেশ।
প্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার আকাশে আত্মনির্ভর ভারতের প্রদর্শনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -