হাইস্পিড ইন্টারনেট, হেলথ কার্ড, ডলফিন প্রোজেক্ট, আর কী কী পেতে চলেছে দেশ?
আন্দামান-নিকোবারের মতো লাক্ষাদ্বীপেও হাইস্পিড ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আওতায় হেলথ আইডি।
১০০০ দিনের মধ্যে ভারতের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পূর্ণ হবে। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
দেশে তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, গবেষকরা সবুজ সংকেত দিলেই শুরু হবে গণ উৎপাদন। প্রত্যেক নাগরিকের কাছে করোনা টিকা পৌঁছে দেওয়ার রূপরেখা তৈরি, ঘোষণা নরেন্দ্র মোদির।
এনসিসি-র সামুদ্রিক ও স্থল সীমান্তের মোট ১৭৩ জেলার ১ লক্ষ নওজওয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা। এদের মধ্যে এক/তৃতীয়াংশ মেয়েদের অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা নরেন্দ্র মোদির।
ভারতে শুরু হবে ডলফিন প্রোজেক্ট। এতে পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে তেমনি ভারত হবে বিশ্বের অন্যতম ভ্রমণ কেন্দ্র। ঘোষণা নরেন্দ্র মোদির।
‘মেক ফর ইন্ডিয়া’-র পরে এবার দেশের মন্ত্র ‘মেক ফর ওয়ার্ল্ড’, আমদানির বদলে ভারত রফতানিতে নিজের ক্ষমতা দেখাবে, বিশ্বাস নরেন্দ্র মোদির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -