স্বাধীনতা দিবস ২০২০: ১৯৪৭-এ ভারতের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের বিরল কিছু ছবি
পরাধীনতার নাগপাশ থেকে স্বাধীনতা লাভের আনন্দ উদযাপনে রাইসিনা হিলসের চতুর্দিকে মানুষের ভিড়। বিপুল জন সমাগমের কারণে নির্ধারিত ড্রিল ও মার্চ পাস্ট বাতিল করতে হয়েছিল। সে দিন সারা দেশজুড়ে মানুষ নেমে এই দিনটির উদযাপনে সামিল হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডাইরেক্টরেট অফ পাবলিক রিলেসন্সের এই ছবিতে মাউন্টব্যাটেনকে ইন্ডিয়া গেটে ১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারতের জাতীয় পতাকাকে কুর্ণিশ করতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নেহরু ও লেডি এডুইনাকে।
১৯৪৭-এর ১৫ অগাস্ট নয়াদিল্লির রাইসিনা হিলসের চতুর্দিকে স্বাধীনতা দিবস উদযাপনে মানুষের ভিড়। এবার ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত।
লেডি এডুইনার সঙ্গে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ছয় ঘোড়া চালিত বাহনে তাঁরা এসে পৌঁছন।
১৯৪৭-র ১৫ অগাস্টের তোলা এই ছবিতে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনকে লেডি এডুইনার সঙ্গে বিশেষ বাহনে দেখা যাচ্ছে। নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ভারতে প্রথমবার ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এই ছবি।
বহু সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। ১৯৪৭-এ স্বাধীনতা লাভের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংসদে ভাষণ দিয়েছিলেন। নেহরুর ‘নিয়তির সঙ্গে অভিসার’ ভাষণ দিয়েছিলেন। বিংশ শতাব্দীর অন্যতম সেরা ভাষণ বলে গন্য করা হয় এই ভাষণকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -