Malabar 2020: রণতরী থেকে সাঁ সাঁ উড়ে যাচ্ছে একের পর এক ফাইটার জেট, দেখুন 'মালাবার ২০২০' নৌ-মহড়ার রোমহর্ষক নজরকাড়া ছবি...
চারদেশীয় নৌমহড়ায় অংশ নেওয়া দুই বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ও ইউএসএস নিমিৎজ-এর ডেক থেকে পরপর সাঁ সাঁ করে উড়ে যাচ্ছে যুদ্ধবিমানগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনৌসেনা সূত্রে খবর, সব ধরনের অনুশীলনে চূড়ান্ত সফলতা ও সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হয়েছে।
সমন্বয়পূর্ণ অনুশীলনে হাওয়ায় ফায়ারিং, ভুয়ো টার্গেট তৈরি করে তাকে ধ্বংস করা-- এসব কিছুর মহড়া এই চারদিন ধরে করা হয়েছে।
সমন্বয়ের জন্য আকাশে সঙ্গী দিয়েছে ভারতীয় নৌসেনার নজরদারি পি-৮আই ও মার্কিন নৌসেনার এইডব্লিউ ই২সি হকআই।
মাঝ-আকাশে যুদ্ধ যুদ্ধ খেলাও অনুশীলনের অঙ্গ ছিল।
মাঝ সমুদ্র থেকে ধেয়ে এসে কাল্পনিক শত্রুর ভূমিতে থাকা ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনীর যুদ্ধবিমানগুলি।
ফাইটার ফ্লাইং অপারেশনে অংশ নিয়েছে ভারতের মিগ-১৯কে ও মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -