স্বাধীন ভারতে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সব থেকে বেশি দিন ক্ষমতায় মোদি
মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু, বিজু পট্টনায়েকরা দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও প্রধানমন্ত্রী হননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনরেন্দ্র মোদি। ১২ বছর ২২৭ দিন মুখ্যমন্ত্রী (৪ হাজার ৬০৭ দিন)। প্রধানমন্ত্রী পদে ৬ বছর ৭৯ দিন (২ হাজার ২৭১ দিন) চলছে। (এখনও পর্যন্ত সর্বোচ্চ, মোট ৬ হাজার ৮৭৮ দিন)
ডঃ মনমোহন সিংহ। ১০ বছর ৪ দিন। (৩ হাজার ৩৫৬ দিন)
অটল বিহারী বাজপেয়ী। ৬ বছর ৮০ দিন। (২ হাজার ২৭২ দিন)
আই কে গুজরাল। ৩৩২ দিনের মুখ্যমন্ত্রী।
এইচ ডি দেবেগৌড়া। ১ বছর ১৭২ দিন মুখ্যমন্ত্রী (৫৩৮ দিন)। প্রধানমন্ত্রী ছিলেন ৩২৪ দিন। (মোট ৮৬২ দিন)
পিভি নরসিমা রাও। মুখ্যমন্ত্রী ছিলেন ১ বছর ১০২ দিন (৪৬৮দিন)। প্রধানমন্ত্রী থেকেছেন ৪ বছর ৩৩০ দিন (১৭৬১ দিন)। (মোট ২ হাজার ২২৯)
চন্দ্র শেখর। ২৩৩ দিনের প্রধানমন্ত্রী।
বিশ্বনাথ প্রতাপ সিংহ। মুখ্যমন্ত্রী থেকেছেন ২ বছর ৯ দিন (৭৩৯ দিন)। প্রধানমন্ত্রী পদে ছিলেন ৩৪৩ দিন। (মোট ১ হাজার ৮২ দিন)
রাজীব গাঁধী। প্রধানমন্ত্রী পদে থেকেছেন ৫ বছর ৩২ দিন। (১ হাজার ৮৫৭ দিন)
চরণ সিংহ। মুখ্যমন্ত্রী থেকেছেন ১ বছর ১৮৮ দিন (৫৩৩ দিন)। প্রধানমন্ত্রী ছিলেন ১৭০ দিন। (মোট ৭২৩ দিন)
মোরারজি দেশাই। মুখ্যমন্ত্রী থেকেছেন ৪ বছর ১৯৪ দিন (১ হাজার ৬৫৫ দিন)। প্রধানমন্ত্রী হিসেবে ২ বছর ১২৬ দিন ক্ষমতায় (৫৮৬দিন)। (মোট ২ হাজার ৫১১ দিন)
ইন্দিরা গাঁধী। প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর ৩৫০ দিন ক্ষমতায়। (৫ হাজার ৮২৯ দিন)
লাল বাহাদুর শাস্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে ১ বছর ২১৬ দিন ক্ষমতায়। (৫৮১ দিন)
গুলজারিলাল নন্দ। ২৬ দিনের প্রধানমন্ত্রী।
জওহরলাল নেহরু। প্রধানমন্ত্রী হিসেবে ১৬ বছর ২৮৬ দিন ক্ষমতায়। (৬ হাজার ১৩০ দিন)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -