National Top News: মোদির 'জমজমাট' মার্কিন সফর, পটনায় বিরোধীদের বৈঠক- সারা সপ্তাহে সারা দেশে কী কী ঘটল?
রাস্তায় একবার তাঁকে দেখার জন্য উন্মাদনার শেষ নেই। সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে 'মোদিভক্তরা'। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্ক বিমানবনন্দরে নামতেই উঠল জয়ধ্বনি, 'ভারত মাতা কি জয়'। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বিডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজেদের আদর্শকে সামনে রেখে একজোট হয়ে ২০২৪-এর লোকসভা ভোটে দেশের ক্ষমতা থেকে হটাতে হবে বিজেপিকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাড়িতে ১৫টি বিরোধী দলের বৈঠক শুক্রবার বিকেলে এই বার্তা দিল।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি অসমের অন্তত ২০টি জেলা, বিপর্যস্ত অন্তত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি অসমের অন্তত ২০টি জেলা, বিপর্যস্ত অন্তত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা।
এখনও অশান্ত মণিপুর ৷ ইম্ফলের ইয়াংগাংপোকপি গ্রামে এলোপাথাড়ি গুলি চালাল একদল সশস্ত্র ব্যক্তি ৷ শুক্রবার এ কথা জানিয়েছেন আধিকারিকরা ৷
দুর্ঘটনার পরদিন বালেশ্বরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কবচ' প্রযুক্তি থাকলে এই ঘটনা এড়ানো যেত। বুধবার কলকাতায় এসে কবচ ইস্যুতে সুর চড়ালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রশ্ন তুললেন, ২০১৪-র আগে অবধি যারা রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন, তারা কি করেছিলেন?
আমেরিকা সফরের দ্বিতীয় দিনে যোগের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবসে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ে আয়োজিত হয় অনুষ্ঠানটি। প্রধানমন্ত্রী বলেন, যোগ স্বত্ত্ব-মুক্ত। এটা জীবনযাপনের একটা পদ্ধতি। যোগ খুব নমনীয় একটি বিষয়। আপনি একাও চর্চা করতে পারেন। আবার দলগতভাবেও। কোনও শিক্ষকের কাছে শিখতে পারেন বা নিজে নিজেও শিখতে পারেন। এটি সমন্বয় সাধন করতে পারে, সত্যি করেই এটা গোটা বিশ্বের। এটা সব জাতিসমূহ, বিশ্বাস ও সংস্কৃতির জন্য।
প্রয়াত আমূল গার্ল-এর স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা। বিজ্ঞাপনী জগতের কার্যত মহীরুহ পতন হল তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে। মজার মোড়কে আমূল গার্লকে প্রথম বিজ্ঞাপনের পর্দায় এনেছিলেন তিনিই। মাখন-এর এমন অভিনব বিজ্ঞাপন মন ছুঁয়েছিল সবারই। পেন্সিল স্কেচে প্রথম আমূল গার্লকে-কে ফুটিয়ে তুলেছিলেন এই সিলভেস্টর ডাকুনহা।
এবার মৃত্যুর হুমকি পেলেন ব়্যাপার হানি সিং। অভিযোগ, গ্যাংস্টার গোল্ডি ব্রার- থেকে হুমকি পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত নাকি কানাডায় গা ঢাকা দিয়েছেন এই গোল্ডি ব্রার। হানি সিং নাকি একটি ভয়েজ মেসেজের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন। এই ঘটনায় দিল্লি পুলিশের বিশেষ সেলে অভিযোগ জানিয়েছেন হানি সিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -