Viral News: দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন মায়ের, সাক্ষী হিসেবে কাগজে সইও করলেন পাকিস্তানের এই যুবক
সময়ের সঙ্গে পাল্টাতে জানতে হয় নিজেকে। যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, এই সারসত্য তত বেশি করে উপলব্ধি করছি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরক্ষণশীলতার বেড়াজাল কাটিয়ে ভাল থাকাই যে জীবনের অসল লক্ষ্য হওয়া উচিত, সেই সারসত্য বুঝলেন পাকিস্তানের এক যুবক, বোঝালেনও সকলকে। তাই দ্বিতীয় বার মায়ের বিয়ে দিলেন তিনি।
সচরাচর না ঘটলেও, সন্তান দাঁড়িয়ে থেকে মা-বাবার বিয়ে দিচ্ছেন, এমন খবর আগেও সামনে এসেছে। কিন্তু মায়ের বিয়ে নিয়ে পাকিস্তানের ওই যুবকের সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কেড়েছে সকলের।
ওই পাকিস্তানি যুবকের নাম আব্দুল আহাদ। সোশ্যাল মিডিয়ায় মায়ের দ্বিতীয় বিয়ের ভিডিও পোস্ট করেন তিনি। সাক্ষী হিসেবে নিজে সইও করেন।
ছবি ও ভিডিও-তে আহাদের মায়ের হাতে মেহেন্দি, কানে ভারী দুল, সেই সঙ্গে জমকালো পোশাকও। মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অনুভূতি উগরে দেন আহাদ।
আহাদ লেখেন, 'গত ১৮ বছর ধরে আমি ওঁকে ভাল রাখার চেষ্টা করছিলাম। আমার সাধ্যমতো চেষ্টা করছিলাম, যাতে ভালভাবে জীবন কাটাতে পারেন। আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন'।
আহাদের কথায়, 'নিজের জন্যও ভাল কিছু প্রাপ্য ওঁর, শান্তি প্রাপ্য ওঁরও। ছেলে হিসেবে আমার মনে হয়েছে ঠিক কাজ করেছি'।
মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে আহাদের বক্তব্য, '১৮ বছর পর দ্বিতীয় বার ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য মায়ের পাশে দাঁড়াই আমি'।
আহাদ জানিয়েছেন, মায়ের জীবনে অন্য কারও গুরুত্ব বাড়বে। কিন্তু মায়ের সুখের সামনে নিজের স্বার্থের কথা ভাবতে পারেননি তিনি।
আহাদের ওই পোস্ট ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিন্তু তিনি জানিয়েছেন, দেরিতেই মায়ের বিয়ের খবর প্রকাশ করেন তিনি। প্রথমে বেশ অস্বস্তি হচ্ছিল। কিন্তু সকলেই তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও আহাদকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ছেলে হিসেবে তিনি একেবারে ঠিক কাজ করেছেন বলে মত অধিকাংশেরই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -