Petrol Diesel Price: দ্বিতীয় দফা ভোটের আগে স্বস্তি, কমল পেট্রোল ও ডিজেলের দাম
দ্বিতীয় দফা ভোটের আগে সামান্য কমল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম কমল ২১ পয়সা। ডিজেলের দাম কমানো হল লিটারপ্রতি ২৩ পয়সা। এর ফলে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হল ৯০ টাকা ৭৭ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৭৫ পয়সা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় কমল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম কমল লিটারপ্রতি ২১ পয়সা। পেট্রোলের দাম হল লিটারে ৯০ টাকা ৭৭ পয়সা। ডিজেলের দাম কমল লিটারপ্রতি ২৩ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৩ টাকা ৭৫ পয়সা।
দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৭৮ টাকা থেকে কমে হয়েছে ৯০.৫৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ২৩ পয়সা। ৮১.১০ টাকা থেকে কমে হয়েছে ৮০.৭৮ টাকা।
চেন্নাইয়ে ১৯ পয়সা কমে পেট্রোলের দাম ৯২.৫৮ পয়সা আর ২২ পয়সা কমে ডিজেলের দাম ৮৫ টাকা ৮৮ পয়সা হয়েছে।
মঙ্গলবার সকালে মুম্বইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৯৮ টাকা আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৭.৯৬ টাকা।
পটনা, রাঁচি, লখনউ, বেঙ্গালুরু, জয়পুর আর ভোপালে পেট্রোলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৯২.৮৯, ৮৮.০৭, ৮৮.৮৫, ৯৩.৫৯, ৯৭.০৮ এবং ৯৮.৫৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮৬.১১, ৮৫.৫০, ৮১.২৭, ৮৫.৭৫, ৮৯.৩৫ এবং ৮৯.১৩ টাকা।
গতমাসে দেশের বাজারে তেলের মূল্য পরপর ১৬ দিন ধরে বৃদ্ধি হয়েছিল ৷ তারপর সামান্য হলেও এই দাম কমাটা অবশ্যই স্বস্তির খবর ৷ গতমাসে দেশের বাজারে তেলের মূল্য পরপর ১৬ দিন ধরে বৃদ্ধি হয়েছিল ৷ তারপর সামান্য হলেও এই দাম কমাটা অবশ্যই স্বস্তির খবর ৷
গতমাসে দেশের বাজারে তেলের মূল্য পরপর ১৬ দিন ধরে বৃদ্ধি হয়েছিল ৷ তারপর সামান্য হলেও এই দাম কমাটা অবশ্যই স্বস্তির খবর ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -