Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PF New Rule: এখনও এই কাজ না করলে ভুগতে হবে ! জেনে নিন শেষ তারিখ
EPF Update: বদলে যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) নিয়ম। নতুন নিয়ম অনুসারে, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে ফল ভোগ করতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে কর্মী সংগঠনের কোনও সুবিধা পাবেন না গ্রাহক। জেনে নিন কী সেই কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppPF New Rule: এক নির্দেশিকায় Employees' Provident Fund Organisation (EPFO) জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক কর্মী সংগঠনের সদস্যকে EPF অ্যাকাউন্টের সঙ্গে একজন নমিনির নাম যোগ করতে হবে। অনলাইনেই সহজে এই কাজ করেতে পারবেন কর্মী সংগঠনের সদস্য।
EPFO Rule: দেশের প্রায় সব বেতনভোগী কর্মচারীর অ্যাকাউন্ট রয়েছে Employees' Provident Fund Organisation (EPFO)তে। এককথায় কর্মীদের অবসর জীবনের ভরসা এই সংগঠন। EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং এমপ্লয়ার দু’জনেই টাকা জমা করে থাকে। EPFO অ্যাক্ট অনুযায়ী, কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা হয়ে থাকে৷
এমপ্লয়ারও কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ টাকা অ্যাকাউন্টে জমা করে ৷ সংস্থার ১২ শতাংশ কন্ট্রিবিউশনের মধ্যে ৩.৬৭ শতাংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা হয়। বাকি ৮.৩৩ শতাংশ জমা হয় কর্মীদের পেনশন স্কিমে৷ ইপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হয়৷ সময়ের সঙ্গে সঙ্গে এই সুদের হার বদল হতে থাকে। কোনও কারণে কর্মী সংগঠনের সদস্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনির নাম জমা না দিলে EPF-এর বিমা তথা পেনশনের টাকা পাবেন না তিনি।
EPF Nomination Online: এই কয়েকটি সহজ ধাপেই পাবেন সমাধান ১ প্রথমে যেকোনও ইন্টারনেট ব্রাউজারে গিয়ে epfindia.gov.in-এ যান। ২ সেখান সার্ভিস অপশনে ট্যাপ করুন। ৩ এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। যেখানে 'ফর এমপ্লয়িজ' বেছে নিন। ৪ এবার Member UAN/Online service(OCP/OTP)-তে ক্লিক করুন
৫ এই পর্বে UAN লগ ইন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যান। ৬ এবার এখানে ম্যানেজ ট্যাব দেখতে পাবেন আপনি। আলাদা করে রয়েছে ই-নমিনেশনের অপশন। ওখানে ক্লিক করুন। ৭ এখানে 'প্রোভাইড ডিটেইলস' বলে একটা অপশন আসবে।এখানে সেভে ক্লিক করুন। ৮ এবার ফ্যামিলি ডিক্ল্যারেশনে ইয়েস-এ ক্লিক করুন।
৯ এই পর্বে 'অ্যাড ফ্যামিলি ডিটেইলস'- সব প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। চাইলে আপনি একজনের বেশি EPF অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন। ১০ শেষে আপনার কাছে নমিনেশন ডিটেইলস চাওয়া হবে। এখানে কাকে কত শতাংশ দেওয়া হবে তা জানাতে হবে। এই কাজ হয়ে গেলে Save EPF Nomination ক্লিক করতে হবে। ১১ এবার ই-সাইন সিলেক্ট করে ওটিপি জেনারেট করুন। আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেখানে ওটিপি আসবে। এই ভাবে আপনার EPFO-র জন্য ই-নমিনেশনের রেজিস্ট্রেশেন সম্পূর্ণ হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -