Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PM Kisan: নথি ছাড়াই বছরে ৪২,০০০ টাকা, আপনি রেজিস্ট্রেশন করেছেন কি ?
PM Kisan Samman Nidhi: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi) সুবিধাভোগীদের জন্য সুখবর। এখন থেকে বছরে ৬০০০ টাকার পাশাপাশি পাবেন ৩৬,০০০ টাকার সুবিধা। অর্থাৎ সব মিলিয়ে আপনি সরকারের কাছ থেকে বছরে পাবেন ৪২,০০০ টাকার সুবিধা। সবথেকে বড় বিষয় হল, এর জন্য আপনাকে আলাদা কোনও নথি জমা দিতে হবে না। জেনে নিন কীভাবে আপনি এই সুবিধা নিতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিএম কিষাণ প্রকল্পে কৃষকদের তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে বছরে দিচ্ছে সরকার। এছাড়াও আপনি কিষাণ মানধন যোজনায় প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন নিতে পারেন। এইভাবে, আপনি দুটি স্কিমের মাধ্যমে মোট বছরে ৪২,০০০ টাকার সুবিধা নিতে পারেন।
আপনার বয়স ৬০ বছর হলে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুবিধা পেতে শুরু করবেন। অর্থাৎ ৬০-এর পরে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা হবে। এই স্কিমে আপনাকে অল্প পরিমাণ টাকা জমা করতে হবে। তারপরেই আপনি সরকারের থেকে এই আর্থিক সাহায্য পাবেন।
কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা নিতে আপনার কিছু নথির প্রয়োজন হবে যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি। তবে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে এর জন্য আপনাকে আলাদা কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই।
১৮ থেকে ৪০ বছরের যেকোনও ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এতে আপনাকে ৫৫ থেকে ২০০ টাকা মাসিক বিনিয়োগ করতে হবে। আপনি যদি ১৮ বছর বয়সে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আপনাকে ৫৫ টাকা মাসিক প্রিমিয়াম দিতে হবে। অন্যদিকে, আপনি যদি ৩০ বছর বয়সে বিনিয়োগ করেন তবে ১১০টাকা ও ৪০ বছরে বিনিয়োগ করলে মাসে ২০০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে।
আপনি যদি ৪০ বছর বয়সে প্রিমিয়াম দেন, তাহলে আপনাকে সর্বোচ্চ ২৪০০ টাকা দিতে হবে। ৬ হাজার টাকার মধ্যে থেকে সর্বোচ্চ ২৪০০ টাকা বাদ দিলেও সম্মান নিধির অ্যাকাউন্টে ৩৬০০ টাকা বাকি থাকবে। পাশাপাশি ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশনের সুবিধা পেতে শুরু করবেন। এছাড়াও ২০০০ এর ৩টি কিস্তিও আসতে থাকবে আপনার অ্যাকাউন্টে। ৬০ বছরের পর আপনার মোট প্রাপ্য অঙ্ক দাঁড়াচ্ছে বছরে ৪২০০০ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -