Rajendra Saha Rally: প্রচারে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী !
উত্তর ২৪ পরগনার শাসনে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাড়োয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। কালো পতাকা দেখানোর পাশাপাশি, উঠল গো ব্যাক স্লোগান। বিজেপির প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরাই বিক্ষোভ দেখিয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীকে চান না গ্রামবাসীরা। তাই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। প্রতিবেদন ও ছবি- সমীরণ পাল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাসনে সব সময় শাসক দলের দাপট দেখা গিয়েছে। সে বাম আমলই হোক, বা তৃণমূলের রাজপাট। বাম আমলে উত্তর ২৪ পরগনার শাসনে মজিদ মাস্টারের নেতৃত্বে দাপট ছিল সিপিএমের। অভিযোগ, বিরোধীদের সে সময় শাসনে রাজনৈতিক কাজকর্মের খুব একটা সুযোগ মিলত না। তৃণমূল আমলেও শাসন নিয়ে একই অভিযোগ বিরোধীদের। শাসন এলাকা হাড়োয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বৃহস্পতিবার প্রথমবার শাসনে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী।এবং দাপুটে বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। যে বাবু মাস্টারের ওপর কিছুদিন আগেই হামলা হয়।
স্থানীয় ফুটবল মাঠ থেকে হেঁটে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের মুখে ছিল গো ব্যাক স্লোগান। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ দেখিয়েছে।
শাসনের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘‘গ্রামের মানুষই এলাকায় বিজেপি প্রার্থীকে চান না বলে বিক্ষোভ দেখিয়েছেন।’’
বিক্ষোভ, কালো পতাকা সত্ত্বেও প্রচার সারেন বিজেপি প্রার্থী। ফুটবল মাঠ থেকে প্রচার শুরু করে সর্দারহাটি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা হেঁটে প্রচার করেন তিনি। কয়েক জায়গায় বাড়ি বাড়ি গিয়েও প্রচার করেন। আগামী ১৭ এপ্রিল, পঞ্চম দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -