Pradhan Mantri Vishwakarma Yojana: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ঋণ পাবেন দর্জি থেকে মৃৎশিল্পী, রয়েছে কী কী সুবিধা
অল্প সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায়। বিভিন্ন ছোটোখাটো কারিগর ও ঐতিহ্যবাহী শিল্পীদের ব্যবসা করার জন্য এই ঋণ দেওয়া হবে।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা পাওয়ার জন্য অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। এছাড়া এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের চালু করা ওয়েবসাইটে।
অনলাইনে আবেদনকারীরা প্রথমে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য চালু হওয়া কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাবেন। তারপর নিজের সম্পর্কিত তথ্য দিয়ে আবেদন করবেন।(ছবি সৌজন্য- গেটি)
অফলাইনে আবেদন করার জন্য স্থানীয় ব্যাঙ্কে অথবা তিনি যে জেলার বাসিন্দা সেখানকার জেলা শিল্প কেন্দ্রে গিয়ে আবেদন করতে হবে।(ছবি সৌজন্য- গেটি)
আবেদনপত্রের সঙ্গে যিনি আবেদন করছেন তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, রোজগার ও জাতিগত শংসাপত্র এবং যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তার প্রমাণপত্র জমা করতে হবে। (ছবি সৌজন্য- পিটিআই)
কেন্দ্রীয় সরকারের তরফে যাঁরা আবেদন করছেন তাঁদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আবেদন গৃহীত হবে। আর দুটি ভাগে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫ বছরের জন্যে দেওয়া এই ঋণে সুদের হার বার্ষিক ৭ শতাংশ।(ছবি সৌজন্য- পিটিআই)
যাঁদের আবেদন এই প্রকল্পের জন্য গ্রহণ করা হবে তাঁদের ব্যবসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে অল্প সুদে ঋণ দেবে সরকার।(ছবি সৌজন্য- পিটিআই)
এই প্রকল্পের অধীনে যাঁদের আবেদন গৃহীত হবে তাঁদের বিনামূল্যে দেওয়া হবে প্রশিক্ষণ। এই সময়ে নির্দিষ্ট একটা ভাতাও দেওয়া হবে তাঁদের।(ছবি সৌজন্য- পিটিআই)
১৮ বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক যাঁরা মৎস্যজীবী, দর্জি, রাজমিস্ত্রি, জুতো তৈরির ছোটোখাটো কারিগর বা দোকানদার, মাটির জিনিস তৈরি করেন এমন শিল্পী, স্বর্ণকার, কামার ও নাপিত সহ ১৮টি পেশার মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। (ছবি সৌজন্য- গেটি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -