বিদ্বেষ ভুলে পাশাপাশি দুই ভাই, মায়ের আবক্ষ মূর্তি উন্মোচনে প্রিন্স উইলিয়াম এবং হ্যারি
ওপরা উইনফ্র-কে দেওয়া সাক্ষাৎকারের পর এই প্রথম দেখা হল প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই ভাই তাঁদের মা প্রিন্সেস ডায়নার আবক্ষ মূর্তির উন্মোচন করেন। গতকাল ছিল প্রিন্সেস ডায়নার ৬০তম জন্মবার্ষিকী।
কেনসিংটন প্যালেসের সানকেন গার্ডেনে এই আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছে। গতকাল থেকে এই আবক্ষ মূর্তি দেখার জন্য সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে সানকেন গার্ডেন।
প্রিন্স উইলিয়াম এবং হ্যারি যৌথ বিবৃতিতে জানিয়েছে, আজ, আমাদের মায়ের ৬০তম জন্মদিন। আমরা তাঁর ভালবাসা, শক্তি এবং চরিত্রকে স্মরণ করছি। তাঁর গুণ সারা বিশ্বে সমাদৃত হয়। মানুষের জীবনযাত্রার পরিবর্তন করে তাঁর জীবনকাহিনী।
একইসঙ্গে তাঁরা লিখেছেন, প্রতিদিন আমরা ভাবি তিনি আমাদের সঙ্গে থাকল ভাল হতো। আশা করি এই আবক্ষ মূর্তি তাঁর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে।
চলতি ফেব্রুয়ারিতে ওপরা উইনফ্র-কে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি ও মেগান দাবি করেন, ব্রিটিশ রাজপরিবারে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে।
ওই সময়েই রাজপরিবারের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন হ্যারি ও মেগান। রানি দ্বিতীয় এলিজাবেথকে লিখিতভাবে এ কথা জানিয়ে দিয়েছেন তাঁরা।
গত মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন ডাচেস অফ সাসেক্স মেগান মর্কেল। ফলে কন্যা সন্তানের বাবা হয়েছেন ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি। মেয়ের নাম দেওয়া হয়েছে লিলিবেত ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -