Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Republic Day 2024: ঠান্ডা আর ঘন কুয়াশার মাঝেই বুটের শব্দ কর্তব্য পথে! তুঙ্গে মহড়া
হাড় কাঁপানো ঠান্ডা আর ভোরবেলার ঘন কুয়াশা। তার মধ্যেই পুরোদমে চলল ৭৫তম প্রজাতান্ত্রিক দিবসের প্যারেডের মহড়া। সকাল থেকে কর্তব্য পথে চলল মহড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর প্রজাতান্ত্রিক দিবসের প্যারেলে প্রতিরক্ষা বাহিনীর দুটি নারী বাহিনী (all-women contingents) অংশগ্রহণ করছে।
একটি কনটিনজেন্টে থাকছেন ১৪৪ জন সেনাকর্মী, সকলেই নারী। তাঁদের মধ্যে ৬০ জন সেনা থেকে, বাকিরা ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীর কর্মীরা। এএনআই সূত্রের খবর।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিচ্ছে এনসিসি। এনসিসির ২২৭৪ ক্যাডেট যোগ দিচ্ছে এই প্যারেডে।
বিপুল পরিমাণ মহিলা ক্যাডেট অংশ নিচ্ছেন এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। প্রায় ১০০০ মহিলা ক্যাডেট ক্যাম্পে যোগ দিচ্ছেন।
এবার ৭৫তম প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর।
ITBP-এর নারী বাহিনী যোগ দিয়েছে প্রজাতন্ত্র দিবসের মহড়ায়।
ITBP-এর ব্যান্ডও যোগ দিয়েছিল প্রজাতান্ত্রিক দিবসের মহড়ায়।
নয়াদিল্লিতে NCC -এর প্রজাতান্ত্রিক দিবসের ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
আর কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। সেই দিনে কর্তব্য পথে প্যারেড দেখার জন্য মুখিয়ে থাকে গোটা দেশ। আর সেই দিনের প্যারেডের জন্য় অনেক আগে থেকেই শুরু হয়ে যায় কঠিন মহড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -