Russia-Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ ভারতীয় ব্যাঙ্কগুলিতে? পেমেন্ট -সহ একাধিক সমস্যার মুখোমুখি এসবিআই
রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ পড়েছে বিশ্বের অর্থনীতিতেও। শেয়ার বাজার থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে রেকর্ড হারে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় ব্যাঙ্কগুলিতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ইউক্রেন ও রাশিয়ায় লেনদেন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুসারে কোনও সংস্থা বা সেক্টর যদি কোনও লেনদেন করে তাহলে সেক্ষেত্রে অনুমোদনও লাগবে।
মার্কিন, ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘের নির্দেশ মোতাবেক ব্যাঙ্ক, বন্দর বা জাহাজ জড়িত কোন লেনদেন প্রক্রিয়া করা হবে না বলেই খবর। এই ধরনের কাজের ক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে।
এসবিআই মস্কোতে ইন্দো ব্যাংক এলএলসি নামে একটি যৌথ সংস্থা পরিচালনা করে। সেখানে কানারা ব্যাঙ্কের ৪০ শতাংশ শেয়ার নিয়েও অংশদারীত্ব রয়েছে, জানিয়েছে পিটিআই।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর একাধিকবার বিল বাউন্স শুরু করেছে। এই ঘটনার পরই ভারতের ব্যাঙ্কগুলিতে চাপ বেড়েছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) নির্বাচিত ব্যাঙ্কারদের সঙ্গে দেখা করেছে।
একজন সিনিয়র ব্যাঙ্কিং এক্সিকিউটিভ বলেছেন, ভারতীয় ব্যাঙ্কগুলিতে কী প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করার চেষ্টা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে পরিমাণ লেনদেন স্থগিত হয়েছে তা প্রভাব ফেলতে পারে।
তবে সেই পরিমাণ কত কী তা এই মুহূর্তে পরিষ্কার নয়। মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে, ব্যাঙ্কগুলি কর্পোরেট ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
ইউক্রেন যুদ্ধের আবহে বাড়ছে দুর্গতি। বাড়ল বিমানের ইকোনমি ক্লাসের ভাড়া। টিকিটের দাম বাড়ল ৪০ থেকে ৫০ শতাংশ। দিল্লি-মুম্বই উড়ানের টিকিটের দাম আড়াই হাজার থেকে বেড়ে হল ৪ হাজার টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -