Oldest Solar System: নিস্তেজ হয়ে এসেছে জ্যোতি, মহাশূন্যে হদিশ মিলল বামনাকৃতির নক্ষত্র, মৃত সৌরজগতের
European Space Agency: মহাশূন্যের গভীর রহস্যের সিকিভাগেরও উদঘাটন হয়নি। তবে প্রতি আবিষ্কারেই রয়েছে চমক। -প্রতীকী চিত্র।
প্রতীকী চিত্র।
1/10
মহাশূন্যে অনেক আগেই পা পড়েছে মানুষের। তার পর থেকে প্রতিনিয়তই হয়ে চলেছে নতুন অবিষ্কার। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি চেনাই সম্ভব হয়নি মহাজাগতিক কর্মকাণ্ডকে।
2/10
তার মধ্যেই নয়া আবিষ্কার সামনে এল। মহাশূন্যে একটি মৃত সৌরজগতের অবশিষ্টাংশের হদিশ পেলেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত অবিষ্কৃত প্রাচীনতম সৌরজগৎ বলে মনে করা হচ্ছে।
3/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে মাত্র ৯০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই মৃত সৌরজগৎটি। আমাদের সৌরজগতের বয়স ১৩৭০ কোটি বছর। তাতে বহু নক্ষত্র জন্মেছে এবং মারাও গিয়েছে। তার মধ্যে প্রাচীনতম নক্ষত্রেরও হদিশ মিলেছে।
4/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই নক্ষত্র মহাশূন্যে তাকে প্রদক্ষিণ করে চলা গ্রহ, গ্রহাণুর ধ্বংসাবশেষকে জড়ো করে পাথুরে এবং তুষারাবৃত একটি গ্রহমণ্ডলে পরিণত করে ফেলেছ, যা আকাশগঙ্গা ছায়াপথে সবচেয়ে প্রাচীন।
5/10
একটি বামনাকৃতি,নিস্তেজ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ওই গ্রহমণ্ডল। তার বয়স কমপক্ষে ১০০০ কোটি বছর।
6/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই বামনাকৃতির নক্ষত্রটি নিস্তেজ হয়ে এসেছে। জ্বালানি প্রায় শেষ। বাইরের আবরণ খসে পড়ছে। ঠান্ডা হয়ে ক্রমশ সঙ্কুচিত হয়ে পড়ছে সেটি।
7/10
তবে বামনাকৃতির ওই নক্ষত্রটিই শুধু নয়, সূর্যেরও একদিন একই পরিণতি হবে। সে ক্ষেত্রে সূর্যকে প্রদক্ষিণ করে চলা গ্রহমণ্ডলও ধ্বংস হয়ে যেতে পারে।
8/10
দ্য় রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিসে নয়া এই আবিষ্কার সম্পর্কে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির নজরদারিতেই বিষয়টি ধরা পড়েছে।
9/10
মোট দু’টি বামনাকৃতি নক্ষত্রের হদিশ মিলেছে। মহাজাগতিক ধ্বংসাবশেষ গায়ে সেঁটে রয়েছে তাদের। একটিরং নীল বলে ঠাহর হয়, অন্য়টির লাল।
10/10
ওই দুই নক্ষত্রের নামও রাখা হয়েছে। নীল রংয়ের নক্ষত্রটির নাম WDJ1922+0233, লাল রংয়ের নক্ষত্রটির নাম WDJ2147-4035।
Published at : 09 Nov 2022 03:57 PM (IST)