PM Modi Attire : সাবলীল ও ঐতিহ্যবাহী, স্বাধীনতা দিবসে মোদি-পাগড়ির ১০-কাহন
গত ৯ বছর ধরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁর উজ্জ্বল, ঐতিহ্যবাহী পাগড়ি নজর কেড়েছে। এবার তাঁর মেয়াদকালের দশম বছরেও তার অন্যথা হল না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ৭৭তম স্বাধীনতা দিবসে তিনি পরলেন বাঁধনি পাগড়ি। সঙ্গে অফ-হোয়াইট কুর্তা, কালো নেহরু জ্যাকেট।
গতবার তিনি বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাদা কুর্তা ও পাজামা। সঙ্গে নীল রঙের নেহরু কোট। তেরঙ্গা ছাপানো সাদা পাগড়ি ছিল মাথায়।
২০২১ সালে প্রধানমন্ত্রীর মাথায় ছিল জাফরান রঙের পাগড়ি, সঙ্গে লাল রঙের প্রিন্ট । স্বাধীনতার ৭৫তম বৎসর উপলক্ষে লম্বা ঝুল। কুর্তা, নীল জ্যাকেট ও স্টোল ছিল গায়ে।
২০২০ সালে ছিল গেরুয়া এবং ক্রিম রঙা পাগড়ি। জাফরান পাড়ের সাদা স্কার্ফের সঙ্গে হাফ-হাতা কুর্তা।
২০১৯ সালে প্রধানমন্ত্রীর মাথায় ছিল পাঁচ রঙা পাগড়ি। গায়ে সাদা হাফ হাতা কুর্তা এবং 'চুড়িদার'-এর মতো বটম।
প্রধানমন্ত্রী ২০১৮ সালে জাফরান পাগড়ি পরিধান করেছিলেন, জাফরান পাগড়িতে লাল রঙের একটি ড্যাশ ছিল। যা প্রায় গোড়ালি পর্যন্ত প্রসারিত ছিল। টানটান চুড়িদার পাঞ্জাবি এবং সাধারণ সাদা ফুলহাতা কুর্তা ছিল সাথে।
২০১৭ সালে তাঁর পাগড়ি ছিল লাল ও কমলা রঙের। আড়াআড়িভাবে ছিল রঙের বিস্তার। সঙ্গে হাফ হাতা হলুদ রঙা কুর্তা।
২০১৬ সালে তিনি পরেছিলেন লাল, গোলাপি ও হলুদ রঙের রাজস্থানি সাফা। সঙ্গে সাদা হাফ হাতা কুর্তা ও চুড়িদার। পায়ে ছিল ঐতিহ্যবাহী কালো জুতো।
প্রধানমন্ত্রী বহু রঙের ক্রিস-ক্রস লাইন সহ একটি হলুদ পাগড়ি পরেছিলেন। ২০১৫ সালে গোলাপি এবং হলুদ রঙের একটি টাই এবং ডাই পাগড়ি বেছে নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার স্বাধীনতা দিবসে সবুজের সাথে উজ্জ্বল লাল রঙের একটি যোধপুরি বন্ধেজ পাগড়ি পরেছিলেন এবং একটি হাফ-হাতা ক্রিম রঙের খাদি কুর্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -