Rashtrapati Bhavan Amrit Udyan : স্বর্গদ্যান 'অমৃত উদ্যান', সেজে উঠল রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী 'মুঘল গার্ডেন'
রাষ্ট্রপতি ভবন চত্বরে রয়েছে ঐতিহ্যবাহী 'স্বর্গদ্যান' মুঘল গার্ডেন। এবার এই গার্ডেনের নতুন নামকরণ হয়েছে অমৃত উদ্যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ৩১ জানুয়ারি থেকে জনগণের জন্য খুলে দেওয়া হবে।
এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের 'অমৃত উদ্যান' চত্বরে 'উদ্যান উৎসব'-এর আয়োজন। উদ্যানে ফুটে উঠেছে চাইনা ম্যান গোলাপ।
এই 'অমৃত উদ্যান'-ই মুঘল গার্ডেন নাম পরিচিত ছিল। যার দর্শন ৩১ তারিখ থেকেই পাবে আমজনতা।
অমৃত উদ্যান চত্বরে ফুটে উঠেছে ফুলের বাহার।
রাষ্ট্রপতি ভবনের 'অমৃত উদ্যান' চত্বরেই রয়েছে এই ঝর্ণাটি।
উপরের ছবিতে 'অমৃত উদ্যান' চত্বরে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।
'অমৃত উদ্যান' চত্বরে ফুটে উঠেছে হোয়াইট স্টক ফুল।
টিউলিপ ফুলও রয়েছে এই বাগানে। উদ্যান চত্বরে ঘুরছেন রাষ্ট্রপতি।
ঝাঁ চকচকে। চারপাশ পরিষ্কার। উদ্যান চত্বরে রাষ্ট্রপতি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -