Corona Vaccine in Bengal: সোম বা মঙ্গল বাংলায় আসছে 'কোভিশিল্ড', টিকাকরণে কতটা প্রস্তুত রাজ্য? শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন?
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিন মজুত করা হবে কলকাতার দুই কেন্দ্রে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেস্টিংসের সেন্টারে ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিনের ডোজ রাখা সম্ভব। ভ্যাকসিন সংরক্ষণের জন্য রয়েছে চারটি ওয়াক ইন কুলার। ভ্যাকসিন বণ্টনের জন্য বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরও তৈরি।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিন এলেই তা সেন্টার থেকে সংশ্লিষ্ট জায়গায় পাঠানোর মতো পরিবহণ পরিকাঠামো তৈরি হয়ে গেছে।
ভ্যাকসিন বণ্টন নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে সোম বা মঙ্গলবার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড আসবে।
দু’দুফায় করোনার ভ্যাকসিনের ড্রাই রান ইতিমধ্যে হয়ে গেছে বাংলায়। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কতটা পরিকাঠামো তৈরি হয়েছে তা বুঝে নেওয়া হয়েছে মহড়ায়।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নির্দেশ এলেই ভ্যাকসিন নিয়ে বেরিয়ে পড়বে বিশেষ গাড়িগুলি।
তার আগে কলকাতার দুই ভ্যাকসিন স্টোরেজ সেন্টারে সাজো রব। প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
আগামী সপ্তাহে বাংলায় আসার সম্ভাবনা করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের।
বাগবাজারের এই স্টোরে ওয়াক ইন কুলার রয়েছে পাঁচটি। ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিনের ডোজ রাখার মতো পরিকাঠামো রয়েছে। পাশাপাশি রয়েছে ১৪০ থেকে ১৪৫ আইস লাইনড রেফ্রিজারেটর।
হেস্টিংসের সেন্ট্রাল গর্ভমেন্ট মেডিক্যাল ডিপো, মোদি ঘোষণা করেছিলেন পূর্ব ভারতের চারটি ভ্যাকসিন স্টোরেজ সেন্টার, তারই অন্যতম এই সেন্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -