Maahesh Rathyatra: করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেল এবছরের মাহেশের রথযাত্রা
স্থগিত হয়ে গেল মাহেশের রথযাত্রা। করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এ বছরও রথযাত্রা না করার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। (তথ্য় ও ছবি -- সৌরভ বন্দ্যোপাধ্যায়)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঠিক হয়েছে, অস্থায়ী ভাবে জগন্নাথ মন্দিরের পাশে তৈরি হবে মাসির বাড়ি। সেখানেই হবে নিয়মমাফিক পুজো। এ বছর মাহেশের রথযাত্রা ৬২৫ বছরে পড়ল।
এই লোহার রতি বয়স ১৩৬ বছর। করোনা পরিস্থিতিতে আগের বছরের মতো এবছরও রথযাত্রার পুরোপুরি বন্ধ থাকবে।
অস্থায়ী রূপে জগন্নাথ মন্দিরের পাশে মাসির বাড়ি করা হবে। সেখানেই পূজা অর্চনা নিয়মমাফিক করা হবে। শুধুমাত্র নারায়ণ শিলাকে মাসির বাড়িতে পাঠানো হবে।
এই রথ ৫০ ফুট উঁচু। রয়েছে ১২টি লোহার চাকা, ২টি তামার ঘোড়া। ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা, জগন্নাথ সামনে যে মাঠ সেই মাঠে তেই প্রতি বছর বসে মেলা এ বছর সে মেলা বসবে না।
১৩৬ বছর আগে সেই যুগের কুড়ি হাজার টাকা ব্যয় শ্যামবাজারের বসু পরিবার এর সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণ চন্দ্র বসু এই লোহার রতি তৈরি করে দেয়।
এর আগে কাঠের রথ ছিল। বারবার ভেঙে যাওয়ার জন্যই এই লোহার রথ তৈরি হয়। ইতিহাস বলে সদক ধ্রুবা নন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশে গঙ্গা থেকে ভেসে আসা নিম কাঠ দিয়েই এই জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি তৈরি করেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে এই মাহেশের রথের উল্লেখ আছে। করোনার কারণে গত বছর রথযাত্রা হয়নি। এবছর আগামী ১২ জুলাই রথযাত্রা। স্নানযাত্রা ২৪ জুন। (তথ্য় ও ছবি -- সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -