Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিধি মেনে খুলে গেল সোনাঝুরির হাট, খুশি বাউল, ব্যবসায়ী থেকে পর্যটকরা
দীর্ঘদিন পর সরকারি বিধি নিষেধ মেনে খুলল শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট । খুশি বাউল ব্যবসায়ী থেকে পর্যটকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলালমাটির জেলা বীরভূম। আর এই জেলার বিখ্যাত পর্যটনকেন্দ্র শান্তিনিকেতন।
আর সেই শান্তিনিকেতনে রয়েছে সোনাঝুরি খোয়াই হাট। এই হাটেই দেশ-বিদেশের মানুষজন ভিড় করেন। করোনা অতিমারীর ফলে বন্ধ হয়ে গিয়েছিল খোয়াই হাট।
তার ফলে চরম সমস্যার মধ্যে পড়ে স্থানীয় বাউল ব্যবসায়ী থেকে বহু পেশার মানুষ জন। সংসার চালাতে কার্যত হিমশিম খেতে হয়েছে এইসব ব্যবসায়ীদের।
করোনা অতিমারির প্রভাব একটু হলেও কমেছে প্রশাসনিক বৈঠকের পর সরকারি বিধি নিষেধ মেনেই আজ থেকে খুলল সোনাঝুরির খোয়াই হাট ।
ইতিমধ্যেই অনেক দোকান বসেছে। খুশি ব্যবসায়ী থেকে দূরদূরান্তের পর্যটকরা।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, দীর্ঘদিন বন্ধ থাকার জেরে চরম সমস্যায় সম্মুখীন হতে হয়েছে । খুব কঠিন পরিস্থিতির মধ্যে সংসার চালাতে হয়েছে। আজ থেকে হাট খোলায় খুশি তাঁরা।
পর্যটকদের বক্তব্য দীর্ঘদিন ধরেই ঘরবন্দি থাকার ফলে মন ভারাক্রান্ত হয়েছিল।
পর্যটকরা জানাচ্ছেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, হাট খোলায় তাঁরা খুব খুশি ।
ক'দিন ধরে কোনও গান-বাজনা না থাকায় সমস্যার মধ্যে পড়েছিলেন বাউলরা। তাঁদের কথায়, “হাটখোলার ফলে আমরা খুব খুশি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে।“
হাট কর্তৃপক্ষের বক্তব্য সরকারি সমস্ত বিধি-নিষেধ মেনে আজ থেকে হাট খুলেছে। ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়েছিল তাঁরা একটু স্বস্তি পাবেন। (সব ছবি ও তথ্য সৌজন্যে- গোপাল চট্টোপাধ্যায়, শান্তিনিকেতন)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -