Sayantika Banerjee Maa Kitchen: 'মায়ের স্নেহ-মমতা দিয়ে এরাজ্যকে বুকে আগলে রেখেছেন দিদি', বিষ্ণুপুরে মা কিচেন'-এর উদ্বোধন করে সায়ন্তিকা
বাঁকুড়ার বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ডে 'মা কিচেন'-এর উদ্বোধন করেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। (তথ্য ও ছবি- তুহিন অধিকারী)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি বলেন, এই করোনাকালে এত মানুষ তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, এত মানুষ অসহায় হয়ে পড়েছেন, অনেকের চাকরি চলে গেছে। তাঁদের পেটে দু'টো খাবার এই মা কিচেনের মাধ্যমে তুলে দিতে পারলে নিজেকে ধন্য মনে করব।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরদর্শী আখ্যা দিয়ে সায়ন্তিকা বলেন, উনি অনেক আগে থেকেই প্রকল্পের কথা ভেবে রেখেছিলেন। তার অনেক দিন পর মানুষ সেই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
সায়ন্তিকা বলেন, মা কিচেন যেমন মায়ের স্নেহ-মমতা দিয়ে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছে, ঠিক তেমনই মায়ের স্নেহ-মমতা দিয়ে এরাজ্যকে বুকে করে আগলে রেখেছেন দিদি।
বিষ্ণুপুর পৌরসভার সূত্রে খবর, মাত্র ৫ টাকার বিনিময়ে 'মা কিচেন'-এর মাধ্যমে একবেলা খাবার মিলবে।
এদিনের এই কর্মসূচিতে সায়ন্তিকা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভানেত্রী অর্চিতা বিদ, বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী প্রমুখ।
পুরো বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি। দলের বিষ্ণুপুর নগর মণ্ডল সভাপতি উত্তম সরকারের দাবি, দু-এক দিনের বেশি এই প্রকল্প চলবে না। তিনি দাবি করেন, কোভিড-১৯ শুরুর দিন গুলিতে বিজেপি শহরের ১৯ ওয়ার্ডেই পরিষেবা দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -