Upper Primary Recruitment: অব্যাহত অসন্তোষ, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আর্জি চাকরি প্রার্থীদের
জট কাটল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায়। কিন্তু নিয়োগ নিয়ে অসন্তোষ অব্যাহত চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে সদ্য প্রকাশিত তালিকা ঘিরে গতকাল থেকেই বিভিন্ন গরমিলের অভিযোগ তুলছেন চাকরি প্রার্থীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকাল থেকেই সল্টলেকে এসএসসি ভবনের সামনে উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, প্রকাশিত তালিকায় অস্বচ্ছতা ও অসঙ্গতি রয়েছে। নথি আপলোড করা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে তা দেখানো হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি আপলোড করার প্রমাণ তাঁদের কাছে থাকা সত্ত্বেও সাবমিট না হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের।
চাকরি প্রার্থীদের দাবি ওই নথি সাবমিট না হওয়ার জেরেই তাঁরা পিছিয়ে পড়েছেন। সাবমিট হলে তাঁরা যোগ্যদের তালিকায় থাকতেন বলে দাবি।
অভিযোগ, চলতি বছর জানুয়ারি মাসে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ যাবতীয় নথি আপলোড করতে বলা হয়। সেই অনুযায়ী নথি আপলোড করেন তাঁরা। নথি আপলোড করার পর সব আপলোড হয়েছে বলেও বার্তা পাঠায় কমিশন। এমনটাই দাবি বিক্ষোভকারীদের।
আন্দোলনকারীরা বলেন, নথিতে কোনও অসঙ্গতি থাকলে কমিশনের তরফে মেল মারফত যোগাযোগ করা হবে বলেও জানানো হয়। কিন্তু এই সংক্রান্ত মেল না এলেও চাকরি প্রার্থীদের দাবি, গতকাল তালিকা প্রকাশের পর দেখা যায় কারোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারোর স্নাতক স্তরের নথি আপলোড হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
বিক্ষোভকারী এক চাকরি প্রার্থী বলেন, “রিজেক্ট লিস্টে নাম রয়েছে মানে স্কুল সার্ভিস কমিশনের সফটওয়্যারের কোনও ত্রুটি রয়েছে।“
আরেক চাকরি প্রার্থীর কথায়, “শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি আপলোড হলেও নাম আসেনি।“
এদিকে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তালিকা প্রকাশের পরে অভিযোগ থাকলে পদক্ষেপ নেবে এসএসসি।
চাকরি প্রার্থীদের দাবি, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখুক স্কুল সার্ভিস কমিশন। না হলে যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -