Mohun Bagan Day Celebration: সবুজ-মেরুনে বাড়ির সাজ, কেক কেটে মোহনবাগান দিবস পালন উত্তরপাড়ার দে পরিবারের
আজ মোহনবাগান দিবস। ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে সবুজ-মেরুনের গর্বের শিল্ড জয়ের ১১০ বছর পূর্ণ হল আজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহের মাঝে বিধিনিষেধ মেনেই এবার মোহনবাগান দিবস পালন করল উত্তরপাড়ার দে পরিবার।
মোহনবাগান দিবস উপলক্ষে সবুজ মেরুনে সেজে উঠল হুগলির উত্তরপাড়ার দে বাড়ি। এলাকায় যা সবুজ-মেরুন বাড়ি নামেই পরিচিত।
উত্তরপাড়ার ইন্দু ভিলায় সবুজ-মেরুন রংয়ে মিশে আবেগ-উৎসাহে দিনটি পালন করা হল।
শুধু রংই নয়। কেক কেটে শিল্ড জয়ের ১১০ বছর উদযাপন করলেন দে পরিবারের সদস্যরা।
শুধু কেক কাটাই নয়, সবুজ-মেরুন বেলুন দিয়ে সাজানো হয়েছিল সারা বাড়ি।
সাল ১৯১১। খালি পায়ে ব্রিটিশদের সঙ্গে ময়দানে লড়াই করেছিল সবুজ-মেরুনের জার্সি চাপানো বাঙালি যোদ্ধারা।
১১ জন বাঙালির সেই লড়াই ও সাফল্য আজও কুর্নিশ জানায় বাঙালি। যে সম্মান জানানোয় ঘটি-বাঙালের ভেদাভেদ ভুলে বাঙালি মেতে ওঠে ফুটবলের উৎসবপালনে।
আর তাঁদের প্রতি সম্মান জানিয়েই এই উদযাপন বলে জানাচ্ছে দে পরিবার। (তথ্য ও ছবি- সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -