Jagannath Rath Yatra 2021: রথের চাকা না গড়ালেও মাহেশে নিষ্ঠা মেনে হচ্ছে পুজো
করোনা আবহে এবছরও হচ্ছে না মাহেশের রথযাত্রা। তবে সকাল থেকে বিশেষ পূজার্চনা হচ্ছে। প্রথা অনুযায়ী, দেওয়া হচ্ছে ভোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে।
এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মন্দির চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
এ বছর ৬২৫ বছরে পা দিল মাহেশের রথযাত্রা।
আগে কাঠের রথ থাকলেও, এখন লোহার রথ ব্যবহার করা হয়।
ভারতের দ্বিতীয় ও বাংলার সবচেয়ে পুরনো মাহেশের রথ। এমনটাই অনুমান ইতিহাসবিদদের।
এখানের বিগ্রহ বহু প্রাচীন। মাহেশে ৬২৫ বছর ধরে একই বিগ্রহে পুজো হয়ে আসছে।
কথিত আছে, মহাপ্রভু শ্রীচৈতন্যদেবও এখানে জগন্নাথ দর্শনে এসেছিসেন।
মাহেশকে বলা হয় 'নব নীলাচল'। অর্থাৎ নতুন পুরী।
এখানকার রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম হিসেবে গণ্য করা হয়।
প্রতি বছর এই উপলক্ষে ২ লক্ষর বেশি ভক্তর সমাগম হয়। কিন্তু, গত ২ বছর ধরে, ভক্ত সমাগম অত্যন্ত সীমিত। (তথ্য অর্ণব মুখোপাধ্যায়, ছবি সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -