KMC Election Firhad Hakim : ২০১৮-র ডিসেম্বরে মহানগরের মহানাগরিক হন ফিরহাদ, তিনি আজও ‘ঘরের ছেলে ববি'
চড়ছে পুরভোটের পারদ৷ প্রচারে নেমেছেন কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮-র এই ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। তারপর মন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে সামলেছেন মেয়রের দায়িত্ব। পিছু তাড়া করে বেড়িয়েছে নানা বিতর্কও। ফিরহাদের চ্যালেঞ্জিং জব।
কলকাতায় যে ক’জন বিধায়ককে তৃণমূল নেত্রী পুরভোটে প্রার্থী করেছেন, তাঁদের অন্যতম ফিরহাদ হাকিম।
২০০০ সাল। প্রথমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম।
এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন... দিনে দিনে দায়িত্বও বেড়েছে... কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক...মন্ত্রী...মেয়র...
এখনও তিনি আমজনতার হাতের নাগালে। প্রত্যয়ের সঙ্গে বলেন, কলকাতা শহরকে মমতার স্বপ্নের লন্ডন করব
লড়াই চতুর্মুখী। তবে ৮২ নম্বরের লড়াই নিয়ে নিশ্চিন্ত ‘ঘরের ছেলে’ ববি।
দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুধু নিজের ওয়ার্ডেই নয়, প্রচারে যাচ্ছেন অন্যান্য ওয়ার্ডেও।
৮২ নম্বর ওয়ার্ডে চতুর্মুখী লড়াই। ফিরহাদ হাকিমের প্রতিদ্বন্দ্বী CPI-এর পারমিতা দাশগুপ্ত। কংগ্রেস এই ওয়ার্ডে প্রার্থী করেছে অনিমেষ ভট্টাচার্যকে। বিজেপি প্রার্থী প্রতাপ সোনকার।
কর্মব্যস্ত রাজনীতিবিদ, তিনি একদিকে বিধায়ক, মন্ত্রিত্বের গুরুভার আছে। তিনি পুরভোটে জিতলে কি মেয়র হবেন? সে সিদ্ধান্ত তিনি 'দিদি'র উপরই ছেড়ে দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -