Weather Update: দেখা মেলেনি সূর্যের, ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল দেখল রাজ্য
কুয়াশার কারণে পূর্ব বর্ধমানের কাটোয়ার সঙ্গে নদিয়ার বল্লভপাড়া পর্যন্ত ফেরি পরিষেবাও সকালে বন্ধ রাখা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর ফলে হুগলির সঙ্গে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ফেরি পরিষেবা দৃশ্যমানতা কম থাকায় চালু করা হয়নি।
হুগলি জেলার বিভিন্ন ঘাটে ফেরি পরিষেবা সকালে চালু হয়নি।
রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় গাড়ির গতি ধীর।
কুয়াশার প্রভাব পড়েছে জলপথ পরিবহণেও।
হাওড়া শহরেও কুয়াশার দাপট।
পাশাপাশি, পূর্ব রেলের মেন ও কর্ড লাইনেও ট্রেন দেরিতে চলছে।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, লোকাল ট্রেন প্রায় ২০ থেকে ২৫ মিনিট এবং দুরপাল্লার ২টি ট্রেন প্রায় ৪০ মিনিট দেরিতে এসেছে।
হাওড়া স্টেশনের পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় লোকাল এবং দুরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে আসছে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
বিভিন্ন জেলাতেও দেখা গিয়েছে একই ছবি।
কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে চলছে। রানওয়ের দৃশ্যমানতাও অনেকটা কমে যাওয়ায় বিমান পরিষেবা চালাতে সমস্যা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে খবর।
সকাল থেকেই ঘন কুয়াশা কলকাতা শহরে।
সকালে শহরের বিভিন্ন জায়গায় ছিল ঘন কুয়াশা।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণেই কুয়াশার আস্তরণ।
এর ফলে সামগ্রিকভাবে বিমান পরিষেবায় প্রভাব পড়েছে।
উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে যে সব বিমান কলকাতায় আসে, কুয়াশার কারণে সেখান থেকেও বিমান দেরিতে আসছে।
কুয়াশায় ব্যাহত ট্রেন পরিষেবাও।
রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে।
কুয়াশার দাপটে মা উড়ালপুলে গাড়ির গতি ছিল বেশ শ্লথ।
কুয়াশার চাদরে মোড়া সকাল। দেখা মেলেনি সূর্যের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -