Tiger At Sunderbans Photos: মাত্র কয়েক ফুট দূরেই রয়্যাল বেঙ্গল টাইগার!
আঁকাবাঁকা খাড়িপথে, নদীর নোনা হাওয়া পেরিয়ে এগিয়ে চলেছিল পর্যটকদের লঞ্চ। হঠাৎ মাতলার বুকে সাঁতার কাটতে দেখা গেল তাকে। পড়ন্ত রোদ্দুরে নদীতে সাঁতার কেটে এগোচ্ছে হলুদ ডোরা-কাটা! রাজকীয় মুহূর্ত। সুন্দরবনে ফের বাঘের দেখা পেলেন পর্যটকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার কলকাতার পার্কসার্কস থেকে ১০ জনের একটি পর্যটকদল সুন্দরবনে বেড়াতে আসেন। বিকেলে লঞ্চ যখন সুধন্যখালি জঙ্গলের কাছে, তখনই দেখা যায়, মাতলার জলে, রয়্যাল বেঙ্গলের রাজকীয় সাঁতার।
পিছু নেন লঞ্চের মাঝিও। বাঘে-মানুষে দূরত্ব কয়েক ফুটের মধ্যে চলে আসে। কিন্তু, রাজকীয় গতিবিধিতে কোনও তাড়াহুড়ো নেই। সাঁতরে, নদী পেরিয়ে রয়্যাল মেজাজে জঙ্গলে ঢুকে যায় বাঘটি।
রাজকীয় মুহূর্ত ধরা পড়ে পর্যটকদের ক্যামেরায়। গত বুধবারই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে সুন্দরবনের একাংশে, দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের।
তার আগে, ২০ জানুয়ারি, পাখিরালয় যাওয়ার পথে, মাতলার জলেই দেখা যায় রাজকীয় সাঁতার। বাঘে-মানুষে দূরত্ব একসময় দু’ফুটের মধ্যে চলে আসে।
১৯শে জানুয়ারি, গোসাবার সুধন্যখালির ওয়াচ টাওয়ার থেকেও ম্যানগ্রোভের মাঝে চোখে পড়ে হলুদ-কালো ডোরা কাটা। সুন্দরবনের সম্রাটের দেখা মেলা চাট্টিখানি কথা নয়। বছরের শুরুতেই একাধিকবার এই সুযোগে খুশি পর্যটকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -