weather update: আজ ও কাল দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
কলকাতায় বৃষ্টি থামলেও আকাশের মুখভার হতে পারে যখন-তখন। আজ ও কাল দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ৪৮ ঘণ্টা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস ও নদীগুলোর জলস্তর বেড়ে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে দুর্গাপুর ব্যারাজ থেকে আজ ১ লক্ষ ৪৬ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হল।
কাল ছাড়া হয়েছিল ১ লক্ষ ৩০ হাজার ৮৭৫ কিউসেক জল। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ায় পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির একাংশ ফের নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
৩ দিন জলমগ্ন পানিহাটির বিস্তীর্ণ এলাকা। ঘোলা থানায় জলের মধ্যেই কাজ করছেন পুলিশ কর্মীরা। এলাকার একাধিক বাড়িতে জল ঢুকেছে। দোকানের মধ্যেও জল। জমা জলে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। প্রতিবার বর্ষায় একই সমস্যা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
আরামবাগ, গোঘাটের পর এবার খানাকুলেও জল-যন্ত্রণার ছবি। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে প্লাবিত খানাকুলের একাধিক গ্রাম। বন্দিপুরে দ্বারকেশ্বর ও ঘোড়াদহে রূপনারায়ণের বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে।
শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। নদীর পাড়ে মহকুমা শাসকের কার্যালয়ের পাঁচিল ভেঙে হু-হু করে জল ঢুকছে শহরে। চন্দ্রকোণা-ঘাটাল রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। জল থইথই মহকুমা শাসকের কার্যালয়। একাধিক স্কুলে জল ঢুকে গিয়েছে। বেশ কয়েক জায়গায় শিলাবতীর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -