Bengal Weather Updates কলকাতা থেকে জেলা, রাতভর বর্ষণে জলমগ্ন বহু এলাকা, কালও ভারী বৃষ্টির পূর্বাভাস
মেঘলা আকাশ, সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।
বাংলাদেশ উপকূলের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে।
লাগাতার বৃষ্টিতে জল জমেছে মুক্তারাম বাবু স্ট্রিট, এম জি রোডে।
খড়গপুর শহরের কৌশল্যা মোড়, পুরাতন বাজার, আনন্দনগর, মালঞ্চ, ঝুলি, মিরপুর-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও বাড়ি ও দোকানে জল ঢুকেছে।
মেদিনীপুর পুরসভার পালবাড়ি এলাকায় বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ায় নাকাল বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড়, দাঁতন-সহ একাধিক এলাকায় জল জমেছে। সকালেও বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট ফাঁকা।
বৃষ্টিতে জলমগ্ন নন্দীগ্রাম। হলদিয়া টাউনশিপের একাধিক বাড়ি ও আবাসনে জল ঢুকেছে।
জলে ডুবেছে রাস্তাঘাটও। রাতভর বৃষ্টিতে জলমগ্ন তমলুক জেলা হাসপাতালও।
দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে নিম্নচাপের বৃষ্টি চলছে। বইছে দমকা হাওয়া।
ডায়মন্ড হারবার, কাকদ্বীপ-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। গৃহবন্দি স্থানীয় বাসিন্দারা। দোকানপাট বন্ধ।
সুন্দরবন উপকূলে নদী ও সমুদ্র বাঁধে ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
জলমগ্ন ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকা। সরকারি অফিস, বাজার সর্বত্র জল জমেছে।
বৃষ্টির জেরে শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -