Kalaburgi Shocker: ক্লাস ফাইভের পড়ুয়াকে ক্লাসরুমেই ধর্ষণের চেষ্টা ! গ্রেফতার শিক্ষক
ক্লাস ফাইভের এক ছাত্রীকে ক্লাসরুমেই ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল শিক্ষক। নাবালিকা ওই ছাত্রীটির বয়স ১১ বছর বলে জানা গেছে।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গি জেলার নিমবার্গ পুলিশ স্টেশনের অন্তর্গত আলন্দ তালুকের একটি সরকারি স্কুলে।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
মঙ্গলবার মিড মে মিল খাওয়ার পর ছাত্রীটি যখন ক্লাসরুমের মধ্যে একা ছিল তখন অভিযুক্ত শিক্ষক তার ওপর চড়াও হয় বলে অভিযোগ।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
ধর্ষণের চেষ্টা করার সময় মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত শিক্ষক স্কুল চত্বর থেকে পালিয়ে যায়।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
পরে বাড়িতে গিয়ে নির্যাতিতা সব কথা খুলে বলে তার অভিভাবকদের। তাঁরা এসে প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে ঘটনাটির কথা খুলে বলে তারপর থানায় অভিযোগ দায়ের করেন।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষকের সন্ধানে তল্লাশি শুরু করে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
কয়েকদিন আগে ১৩ বছরের একটি ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে ছিল ওই এলাকায়। রাস্তা অবরোধ থেকে বিক্ষোভ মিছিল সবই হয়।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
পরে মেয়েটি যখন মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তখন সে ৮ মাসের গর্ভবতী ছিল। ওই ছাত্রীকে বেশ কয়েকমাস ধরে গণধর্ষণ করা হচ্ছিল বলে জানা গেছে।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
প্রসঙ্গত উল্লেখ্য কালাবুর্গি জেলার বাসিন্দা হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে। তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গে রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রী হওয়ার সঙ্গে জেলার দায়িত্বেও আছেন। কর্নাটকের মেডিক্যাল মিনিস্টার শারান প্রকাশ পাটিলও কালাবুর্গি জেলার বাসিন্দা।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -