মোমবাতি মিছিল থেকে ক্যানভাসে ফুটল দানিশের ছবি, ভারতীয় সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া
আফগানিস্তানে পুলিত্জার জয়ী ভারতীয় সাংবাদিক খুন হয়েছেন। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকিকে কান্দাহারে গুলি করে খুন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ। আফগানিস্তানের লাগাতার সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন তিনি। তরুণ চিত্র সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া সব মহলে।
দানিশ নিজেই জানিয়েছিলেন বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। সারা দেশে কাজ করছে সেনাবাহিনী। সারা রাত যুদ্ধ চলেছে। ভয়াবহ পরিস্থিতি এখানে। আফগান সেনার ঘেরাটপে নিরাপদে রয়েছি। জানা গিয়েছে, এরপরই আক্রমণ করা হয় দানিশকে।
আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। আর তার জেরে কার্যত ক্ষিপ্ত তালিবান জঙ্গিরা। একাধিক প্রদেশ দখলের চেষ্টা শুরু করেছে তালিবান জঙ্গিরা।
২০১০ সালে থেকে শুরু কেরিয়ার। রয়টার্সে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবন শুরু হয়েছিলেন ইন্ডিয়া টুডের টেলিভিশনের মাধ্যমে। এরপর চিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে অর্থনীতিবিদ্যা নিয়ে পড়াশোনা করেন দানিশ। জামিয়ার রিসার্চ সেন্টার থেকে ২০০৭ সালে মাস কমিউনিকেশন নিয়ে পাশ করেন তিনি। জামিয়ার সামনে গতকাল মোমবাতি মিছিল করেন পড়ুয়া সহ দানিশের সহকর্মী সাংবাদিক, চিত্র সাংবাদিকরা।
পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল করলেন দিল্লি প্রেস ক্লাবের সদস্যরা।
দানিশকে স্মরণ করে মুম্বইয়ে এক চিত্রশিল্পী প্রয়াত চিত্র সাংবাদিকের ছবি আঁকলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -