Afghanistan Crisis: আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর এক সপ্তাহ পার, এখনও লড়াই চালাচ্ছে পঞ্জশির
আফগানিস্তানের বেশিরভাগ অংশই তালিবানের দখলে এলেও, পঞ্জশির এখনও তালিবানের নাগালের বাইরে। এখানে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তালিবানকে। লড়াই চালিয়ে যাচ্ছেন তালিবান-বিরোধীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেছে। কিন্তু এখনও অবধি উত্তর-পূর্বের পঞ্জশির উপত্যকা দখল দূরের কথা, ছুঁতেও পারেনি তালিবানি জঙ্গিরা।
রক্তক্ষয়ী সংঘর্ষে তালিবানের তিন কমান্ডার এবং প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে।
পঞ্জশির কথার অর্থ পাঁচটি সিংহের উপত্যকা। এই পঞ্জশিরে বসেই, তালিবানের চোখে চোখ রেখে লড়াই চালাচ্ছেন পঞ্জশিরের সিংহ-বিক্রম যোদ্ধাদের সংগঠন ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট।
ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আলি নাজারি জানিয়েছেন, তালিবান-বিরোধী প্রখ্যাত নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের নেতৃত্বে হাজার হাজার মানুষ তালিবানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন।
আহমেদ মাসুদ জানিয়েছেন, তাঁরা তালিবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। এই লড়াইয়ে আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছেন মাসুদ।
তালিবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেও, আলোচনার পথে হাঁটতে তৈরি বলে জানিয়েছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট।
নাজারি জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন, দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখার জন্য আফগানিস্তানের সমস্যাগুলির সমাধান করতে হবে।
নাজারির মতে, আফগানিস্তানের সবচেয়ে বড় সমস্যা হল, রাজনৈতিক ব্যবস্থা কেন্দ্রীভূত। গত ৪০, ১০০ বা ২০০ বছর ধরে একই ব্যবস্থা চলে আসছে।
নাজারি আরও জানিয়েছেন, আফগানিস্তানে সংখ্যালঘু জনজাতির মানুষের সংখ্যা অনেক। এই দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে। দেশের সবাই যাতে রাজনৈতিক ব্যবস্থায় সমানভাবে অংশগ্রহণ করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। যারা ক্ষমতায় থাকবে, তারা যদি রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে গৃহযুদ্ধ ও সংঘর্ষ চলতেই থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -