Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টাকার নোট, মোবাইলের স্ক্রিনে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস, দাবি গবেষণায়
গবেষকদের দাবি, ব্যাঙ্ক নোট ও ফোনের স্ক্রিনে প্রায় ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি-র গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের বায়োসিকিউরিটি ল্যাবরেটরি-র গবেষণা অনুসারে, ব্যাঙ্ক নোট, কাঁচ ও অন্যান্য মসৃণ সামগ্রীর ওপর কয়েক সপ্তাহ ধরে সংক্রামক থাকতে পারে। ফলে কাগজের নোট, টাচস্ক্রিন ডিভাইসের মতো সামগ্রী থেকে সংক্রমণের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে গবেষণায়।
অস্ট্রেলিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিপেয়ার্ডনেস-এর বিজ্ঞানীরা দেখিয়েছেন, মোবাইল ফোনের স্ক্রিনে ব্যবহৃত কাচ ও প্লাস্টিকের ব্যাঙ্ক নোটের মতো মসৃন সামগ্রীতে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৮ দিন বহাল তবিয়তে টিকে থাকতে পারে সার্স-কোভ-২। তুলনায় ফ্লু ভাইরাস এক্ষেত্রে ১৭ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। গবেষণা অনুসারে, একই ধরনের সামগ্রীতে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভাইরাসের বেঁচে থাকার সময় একদিনের কম হয়ে যায়। ভাইরোলজি জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে এই দাবি করা হয়েছে। গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা শীতল আবহাওয়ায় ভাইরাসের দীর্ঘক্ষণ সক্রিয় থাকার ধারনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সেন্টারের ডেপুটি ডিরেক্টর ডেব্বি ইগলস এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে, মসৃন পৃষ্ঠগুলিতে সার্স-কোভ-২ দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে। এতে নিয়মিত হাত ধোয়া, জিনিসপত্র পরিষ্কার করার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
করোনাভাইরাসের উপদ্রব এখন সারা বিশ্বজুড়ে চলছে। মারণ এই ভাইরাসের সংক্রমণ এড়াতে সারা বিশ্বেই ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এই ভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্যও জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এরইমধ্যে একটি গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -