Japan Princess Mako: প্রেমের টানে রাজকীয় মর্যাদা ছেড়ে সহপাঠীকে বিয়ে করলেন জাপানের রাজকুমারী
প্রেমের টানে রাজ পরিবার ও রাজ প্রাসাদের রাজকীয় মর্যাদা ছাড়লেন জাপানের রাজকুমারী মাকো। যুবরাজ আকিশিনো ও যুবরানী কিকোর বড় মেয়ে মাকো। ছবিতে মাকো ও কেই কোমুরোর বিয়ের খবর সম্প্রচারের ছবি। (ছবি-এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহপাঠীকে বিয়ে করেছেন মাকো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আলাপ। সেই আলাপে পরে প্রেমে পরিণত হল। ছবিতে টোকিও-র গ্র্যান্ড আর্ক হোটেলে এক সাংবাদিক বৈঠকে তাঁদের বিয়ের করা ঘোষণা করতে দেখা যাচ্ছে মাকো ও তাঁর কোমুরো।
রাজপরিবারের বাইরে কাউকে বিয়ে করায় নিয়ম অনুযায়ী, রাজকীয় মর্যাদা ছাড়তে হবে মাকোকে। কিন্তু প্রিয়জনকে জীবনসঙ্গী করতে এই মর্যাদা ছাড়তে দ্বিধা বোধ করেননি মাকো।
বিয়ের রেজিস্ট্রেশনের পর সাংবাদিক বৈঠকে অভিবাদন মাকো ও তাঁর স্বামীর।
গত জানুয়ারিতে টোকিওতে নববর্ষের অনুষ্ঠানে জাপানের রাজকুমারী মাকো (বাঁদিকে), রাজকুমারী কাকো (যুবরাজ আকিশিনো ও যুবরানী কিকোর মেয়ে) শুভেচ্ছা জানাচ্ছেন শুভানুধ্যায়ীদের।
সপরিবারে জাপানের সম্রাট নারুহিতো ( বাঁদিক থেকে তৃতীয়) ও সম্রাজ্ঞী মাসাকো ( ডানদিক থেকে তৃতীয়)। ছবি প্রাক্তন রাজকুমারী মাকোকে একেবারে বাঁদিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
২০১৭-তে সাংবাদিক বৈঠকে মাকো ও তাঁর প্রেমিক ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -