Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
US Tornado Update: তছনছ আমেরিকার ৬ রাজ্য, 'ইতিহাসের অন্যতম বড় টর্নেডো' অ্যাখা জো বাইডেনের
আমেরিকার ৬ রাজ্যে টর্নেডোর হানা। ৩২০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ায় লন্ডভন্ড আমেরিকার একাংশ। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবথেকে ক্ষতিগ্রস্ত কেন্টাকি প্রদেশ। টর্নেডোর তাণ্ডবে সেখানে ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০০ মাইল এলাকাজুড়ে বয়ে যায় টর্নেডো।
স্থানীয় সূত্রে খবর, মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় ১১০ জন কাজ করছিলেন। টর্নেডো আছড়ে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়।
কেন্টাকিতে জরুরিকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। আরকানসাসের মনেটে উড়ে গিয়েছে নার্সিংহোমের ছাদ। ইলিনয়ে আমাজনের গুদাম ক্ষতিগ্রস্ত।
টর্নেডোর দাপট দেখা গিয়েছে টেনেসি, মিসিসিপি ও মিসৌরিতেও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঝড়কে ইতিহাসের অন্যতম বড় টর্নেডো বলে অ্যাখা দেন।
টর্নেডো আছড়ে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়। মাইলের পর মাইল এলাকাজুড়ে তাণ্ডব চালায় ঝড়। কেনটাকিতে জরুরি অবস্থা জারি হয়েছে।
আরকানসাসের মনেটে উড়ে গিয়েছে নার্সিংহোমের ছাদ। ইলিনয়ে ই-কমার্স সংস্থা অ্যামাজনের গুদাম ক্ষতিগ্রস্ত।
মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ সকালে আমি মধ্য আমেরিকায় টর্নেডার তাণ্ডবের বিষয়ে বিস্তারিত খবর নিয়েছি। এই ধরনের ঘূর্ণিঝড়ে প্রিয়জনদের হারানো অভাবনীয় শোকের।'
তিনি আরও লিখেছেন, 'আমরা গভর্নরদের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। যাঁরা ধ্বংসস্তূপে আটকে আছেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। টর্নেডোর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও খোঁজ নেওয়া শুরু হয়েছে।'
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এখনও জানি না মোট কতজনের মৃত্যু হয়েছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য যা করা দরকার, সবই করব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -