Haiti Earthquake: হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে প্রায় ১,৩০০, ধ্বংসস্তূপে আটকে বহু
শনিবার হাইতিতে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। ছবি সৌজন্যে এপি/ডেলট জিন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবারের এই ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রায় ১,৩০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
১১ বছর আগে ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় হাইতি। তারপর এই ভূমিকম্পেও দেশটির বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
শনিবারের ভূমিকম্পে হাইতির বেশ কয়েকটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ভূমিধসের ফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য। সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। অনেকেই সব হারিয়ে পথে বসেছেন। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তার খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
এখনও পর্যন্ত অন্তত ১,২৯৭ জনের মৃত্যু হয়েছে। অন্তত ১,৮০০ জন আহত হয়েছেন। হাসপাতালগুলিতে আহতদের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছে, বাইরেই অনেকের চিকিৎসা করতে হচ্ছে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
হাইতির অবস্থান দু’টি টেটোনিক প্লেটের উপর। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
হাইতির বিভিন্ন জায়গা থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
ভূমিকম্পের তাণ্ডবের পরেই আবার হাইতিতে হারিকেন গ্রেস আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মানুষের দুর্ভোগ বাড়তে পারে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
বাড়ি-ঘর হারিয়ে অসংখ্য মানুষ খোলা মাঠে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি জানিয়েছেন, ৮৬০টি বাড়ি ভেঙে পড়েছে এবং ৭০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা এত বেশি যে চিকিৎসকরা সমস্যায় পড়ছেন। বিভিন্ন শহরে ত্রাণ পাঠানো হচ্ছে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
হাইতির সিভিল ডিফেন্স এজেন্সির ডিরেক্টর জেরি চ্যান্ডলার জানিয়েছেন, ভূমিকম্পে দেশের দক্ষিণ দিকের শহরগুলিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
ভূমিকম্পে হাইতির অনেক রাস্তাই ভেঙে গিয়েছে। অনেক আশ্রয়হীন মানুষ ভাঙা রাস্তাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ছবি সৌজন্যে এপি/জোশেফ ওডেলিন
ভূমিকম্পে হাইতির একটি হোটেলও ভেঙে পড়েছে। ছবি সৌজন্যে এপি/রালফ টেডি ইরল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -