Durga Puja in Berlin: তিথি-নক্ষত্র মেনে উমার আরাধনা জার্মানির বুকে
ইউরোপের বুকে একেবারে তিথি-নক্ষত্র মেনে হচ্ছে দুর্গাপুজো। বাংলার শারদ উৎসব আয়োজিত হচ্ছে বার্লিনের বুকেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্লিনের প্রবাসী বাঙালিদের উদ্যোগেই চলছে বার্লিন সর্বজনীন দুর্গোৎসব। পুজো উপলক্ষে ভিড় জমান বার্লিন ও কাছেপিঠে এলাকার প্রবাসী বাঙালিরা। যোগ দেন অন্য প্রদেশেরে প্রবাসী ভারতীয়রাও।
বিদেশের মাটিতে পুজো। কিন্তু আচার-বিধিতে কোনও শিথিলতা নেই। পঞ্জিকা মেনে, সমস্ত নিয়ম মেনেই হয় বার্লিন সর্বজনীনের পুজো।
শুধু ভারতীয়রাই নয়। দুর্গাপুজো ঘিরে উৎসাহী বিদেশিরাও। অনেকেই যোগ দিয়েছেন পুজোয়। আরতির আগুন ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁদের।
দুর্গাপুজোয় কুমারী পুজোও হয়ে থাকে। বার্লিন বলে যে সেই নিয়ম বাদ যাবে এমনটা মোটেও নয়। সেখানেও নিয়ম-নীতি মেনে হল কুমারী পুজো।
দুর্গোৎসব ঘিরে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসীরাই নিজেদের মতো করে আয়োজন করেছে নাচ-গান-নাটকের।
পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ভোগ। সেই কাজের বিপুল দায়িত্ব। খাটনিও অনেক। কিন্তু সেই কাজটিই হাতে হাত মিলিয়ে করেছেন আয়োজকরা। ছবিতে দেখা যাচ্ছে ভোগ তৈরির প্রস্তুতি।
ছিল খিচুড়ি, বেশ কয়েকরকমের ভাজা। চাটনি। বার্লিনেও ম ম করেছে বাংলার খাবারের গন্ধ।
বার্লিন সর্বজনীনে চলছে আরতি। চামড় দুলিয়ে চলছে দেবীর আরতি।
মন্ত্র পড়ে চলছে দেবীর পুজো। বার্লিন সর্বজনীনে কুমারী পুজোর সময় তোলা ছবি। সব ছবির সূত্র: অরিজিৎ পাত্র, পুজোর উদ্যোক্তারা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -