Hurricane Ida in New York Pics:আমেরিকায় বিস্তীর্ণ অংশে দাপট হ্যারিকেন ইদার, বিপর্যস্ত জনজীবন, মৃত বহু
নিউইয়র্ক-নিউ জার্সি সমেত আমেরিকার বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টি-ঝড়ে প্রবল ক্ষয়ক্ষতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্তত ৪১ জনের মৃত্যু, শুধু নিউ জার্সিতেই মৃত ২৩।
নিউইয়র্কে জারি জরুরি অবস্থা।
এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে বিপর্যয় আরও প্রবল হয়েছে।
এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে বিপর্যয় আরও প্রবল হয়েছে।
নিউইয়র্ক সংলগ্ন নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিল্ডিংয়েও জল ঢুকে পড়ে।
প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বিশ্বের উন্নত দেশ আমেরিকার সমস্ত প্রস্তুতি সত্ত্বেও এড়ানো গেল না ক্ষয়ক্ষতি ,প্রাণহানি।
নিউইয়র্ক শহর ও সংলগ্ন অঞ্চলে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।
অনেকেই বলছেন, এমন ঝড় ও বৃষ্টি গত একশো বছরে হয়েছে কিনা সন্দেহ। বিপর্যয়ে সমস্ত পরিষেবাই কার্যত ব্যাহত হয়ে পড়েছে।
নিউইয়র্ক ও নিউজার্সির মতো বড় শহরও ইদা-র দাপটে বেহাল হয়ে পড়েছে। এমনই পরিস্থিতি দেশের একটা বিস্তীর্ণ অংশজুড়েই। শহরের সাবওয়ে পরিষেবা বন্ধ হয়ে পড়ে।
নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসমেন্টে আটকে আটজনের মৃত্যু হয়েছে।
হয়েছে। নিউইয়র্কের এফডিআর ড্রাইভ ও ব্রোঙ্কস রিভার পার্কওয়ে গত বুধবার থেকে জলমগ্ন হয়ে পড়েছিল।
সমস্ত স্টেশন ও রেলরাইনে জল এতটাই বেশি হয়েছিল যে, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটিকে সমস্ত পরিষেবাই স্থগিত করে দিতে হয়েছিল।
নিউইয়র্কের মেয়র বুধবার রাতে শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।
তিনি বলেছিলেন, শহরে রেকর্ড বৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর বান ও রাস্তাঘাটের বিপজ্জনক পরিস্থিতি এক ঐতিহাসিক প্রাকৃতিক ঘটনার সম্মুখীন করে তুলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -