Joe Biden: 'কে পুতিনকে এই কাজের অধিকার দিয়েছে'? সংঘাত আবহে কড়া বার্তা বাইডেনের
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার একটি ভাষণে এমনটাই বলেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজো বাইডেন বলেন, কোন ভগবানের নামে পুতিন নিজেকে এই কাজের অধিকার দিয়েছে? বাইডেন বলেছেন পূর্ব ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ এক আক্রমণের সূচনার সমান।
মার্কিন প্রেসিডেন্টের কথায়, ইউক্রেন সঙ্কট আরও ঘোরাল হচ্ছে। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করেছে রাশিয়ার সেনা।
ইউক্রেন সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের দাবির বিষয়ে, বাইডেন বলেছেন, আমাদের কাউকেই বোকা বানানো যাবে না।
সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন।
তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়। যদিও মস্কোর দাবি, শান্তিরক্ষার জন্য রাশিয়ার সেনা ওই এলাকায় যাচ্ছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। যদিও রাশিয়ার এই পদক্ষেপকে কার্যত ইউক্রেন আক্রমণের প্রথম ধাপ হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -