তীব্র ভূমিকম্প তুরস্কে, সামনে এল ইজমিরের ধ্বংসের মর্মান্তিক ছবি
মধ্য ইজমিরে বেশ কয়েকটি জায়গায় ধোঁয়া ওঠার ছবি সামনে এসেছে। ইজমিরের মেয়র জানিয়েছেন, চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১২০ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউরোপীয়-ভূমধ্যসাগর ভূকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, শুরুতে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এর কেন্দ্র ছিল ইউনানের উত্তর-উত্তরপূ্র্বে সামোস দ্বীপে। তুরস্কের সংবাদমাধ্যমে মধ্য ইজমিরে ভেঙে পড়া বহুতলের ছবি সামনে এসেছে। সেইসঙ্গে সামনে এসেছে উদ্ধার কর্মীদের উদ্ধার কাজে নেমে পড়ার ছবি।
কম্পন অনুভূত হয়েছে তুরস্কের রাজধানী ইস্তানবুলেও। তবে সেখানে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। মার্কিন জিওলজিক্যল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৭।
এজিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও গ্রিস। তুরস্কের অভ্যন্তরীন মন্ত্রী জানিয়েছেন, পশ্চিম ইজমির প্রদেশের ছয়টি বাড়ি ভেঙে পড়েছে। তুরস্কে জরুরি ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল এজিয়ান সাগরের ১৬.৫ কিমি গভীরে। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৬.৬।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -