Taliban's War On Drugs : ড্রাগের বিরুদ্ধে লড়াই তালিবানের, শতাধিক মাদকাসক্তকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হল হাসপাতাল
এই ছবিটি তোলা হয়েছে গত ১৬ অক্টোবর। যাতে দেখা যাচ্ছে, ড্রাগ আসক্তরা (মাদকাসক্ত) দৌড়চ্ছে। এক অভিযান চলকালীন তালিবানিরা তাদের ধরার চেষ্টা করায় এই দৌড় মাদকাসক্তদের। তালিবানরা তাদের ধরে কাবুলের অ্যাভিসেন্না মেডিক্যাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।(ছবি সৌজন্য : BULENT KILIC / AFP)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই দিনে এই ছবিটিও তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সেতুর নিচ থেকে এক মাদকাসক্তকে পাকড়াও করেছে এক তালিবান । কাবুলের এই সেতুর তলায় জড়ো হয় শতাধিক নেশাখোর(ছবি সৌজন্য : BULENT KILIC / AFP)।
অ্যাভিসেন্না মেডিক্যাল হসপিটালের ডিট্ক্সিফিকেশন ওয়ার্ডে এক মাদকাসক্তের মাথার চুল কেটে দেওয়া হয়েছে (ছবি সৌজন্য : BULENT KILIC / AFP)।
কাবুলের এই হাসপাতালে চিকিৎসার জন্য রেজিস্ট্রেশনের অপেক্ষায় মাদকাসক্তরা(ছবি সৌজন্য : BULENT KILIC / AFP)।
এই ছবিতেও রেজিস্ট্রেশনের অপেক্ষা করতে দেখা যাচ্ছে মাদকাসক্তদের। মাথা নেড়া করে, আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রয়েছেন তাঁরা(ছবি সৌজন্য : BULENT KILIC / AFP)।
ডর্মিটরিতে বসে রয়েছেন এক মাদকাসক্ত (ছবি সৌজন্য : BULENT KILIC / AFP)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -