US Shooting : ব্যস্ত সময়ে আমেরিকার সাবওয়েতে বন্দুকবাজের হামলা, গুলি চলল ৩৩বার ; আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। গ্যাস মাস্ক পরে এসে ব্রুকলিনের সাবওয়েতে ৩৩ বার গুলি চালাল এক দুষ্কৃতী। সংবাদ সংস্থা এপি সূত্রের খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার সকালে দিনের ব্যস্ত সময়ে এই হামলা চালানো হয় নিউ ইয়র্কে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনায় জখম ২০-র বেশি। এর মধ্যে ১০ জনের ওপর সরাসরি গুলি চলে। ১৩-র বেশি জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
সন্দেহভাজন- বিশাল দৈহিক গঠনের এক ব্যক্তি। যার পরনে ছিল - ধূসর রঙের সোয়েটার।
দীর্ঘ তল্লাশির পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সন্দেহভাজনের নাম প্রকাশ করে। তার নাম- ফ্রাঙ্ক জেমস।
জানা গেছে, এক দুষ্কৃতী মঙ্গলবার সকালে দুটি বোমা নিক্ষেপ করে। যার জেরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেই সময় নিউ ইয়র্ক সাবওয়ে কারে ওপেন ফায়ার শুরু করে দুষ্কৃতী।
সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই ট্রেন কার থেকে নেমে পড়েন।
ঘটনার পিছনে রয়েছে বছর ৬২-র ফ্রাঙ্ক জেমস। এমনই মনে করছে পুলিশ। এর আগেও সে অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
কেউ অপরাধীর সন্ধান দিতে পারলে তাঁকে ৫০ হাজার আমেরিকান ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে নিউ ইয়র্ক পুলিশ।
ঘটনার পিছনে এখনও জঙ্গি-হামলার তত্ত্ব সামনে আসেনি। তবে, এই হামলার কারণও এখনও জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -