Kalpana Chawla: জানেন কল্পনা চাওলার শেষ ইচ্ছে কী ছিল?
১৯৬২ সালের ১৭ই মার্চে ভারতের পঞ্জাবে জন্মেছিলেন প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটবেলায় কল্পনা চাওলা বিমান আঁকতে ভালোবাসতেন।
কল্পনা চাওলা চণ্ডীগড়ের পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলরস ডিগ্রি অর্জন করেছিলেন। এরপরে ১৯৮২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন মহাকাশ প্রকৌশলে ডাবল মাস্টার্স এবং পিএইচডি অর্জনের জন্য।
কল্পনা চাওলা প্রথম মিশন বিশেষজ্ঞ এবং রোবোটিক আর্ম অপারেটর হিসাবে 1997 সালে স্পেস শাটল কলম্বিয়াতে যাত্রা করেছিলেন।
স্পেস শাটল কলম্বিয়া-ফ্লাইট পোস্টের কাজ শেষ হওয়ার পর, কল্পনা চাওলাকে মহাকাশচারী কার্যালয়ে প্রযুক্তিগত পদে স্থান দেওয়া হয়েছিল স্পেস স্টেশনে কাজ করার জন্য।
৬ জন সদস্য়ের দলে কল্পনা চাওলাকে দ্বিতীয় মহাকাশ মিশনের জন্য নির্বাচিত করা হয়েছিল। ২০০৩ সালের ১৩ই জানুয়ারি তিনি স্পেস শাটল কলম্বিয়াতে যাত্রা করে ফিরে এসেছিলেন
তাঁর সম্মানে, ২০০২ সালের ১২ সেপ্টেম্বর ভারতে প্রবর্তিত মেট-স্যাট সিরিজের প্রথম উপগ্রহ মেটস্যাট -১ নামকরণ করা হয়েছিল কল্পনা -১।
তাঁর সম্মানে ভারত ও আমেরিকার বেশ কয়েকটি বৃত্তি, রাস্তা, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান নামকরণ করা হয়েছে।
কল্পনা চাওলার দেহাবশেষ তাঁর ইচ্ছানুসারে উটাহের জাতীয় উদ্যানে দাহ করা হয়েছিল ও অস্থিভষ্ম ছড়িয়ে দেওয়া হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -