Turky Syria Earthquake: একের পর এক ভূকম্পে তছনছ তুরস্ক-সিরিয়া; চতুর্দিকে মৃত্যুমিছিল-হাহাকার
পর পর ভূকম্পে কেঁপে উঠেছে তুরস্ক-সিরিয়া। সেই রেশ কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে কেঁপে উঠছে বিশ্বও। উদ্ধারকার্যের সময় দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহ। নিথর সেই চিত্র দেখে শোকস্তব্ধ গোটা বিশ্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ যেন মহাপ্রলয়। যে দিকে, যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপের ছবি। গোটা শহরই যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে
তাসের ঘরের মাটিতে মিশে যাচ্ছে একের পর এক গগনচুম্বী বাড়ি। ধুলোয় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। চারিদিকে শুধু স্বজন হারানো কান্নার রোল
প্রকৃতি একবার রুদ্রমূর্তি ধারণ করলে যে কী বীভৎস চেহারা নিতে পারে, চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল তুরস্ক-সিরিয়ার ভয়ঙ্কর এই ভূমিকম্প।
সোমবার স্থানীয় সময় ভোর ৪টে ১৭। হঠাৎই তীব্র কম্পন অনুভূত হয়! আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে কম্পনের উৎসস্থল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্বে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে মাটির নীচে প্রায় ২৪ কিলোমিটার গভীরে।
কী হয়েছে, কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। মুহূর্তের মধ্যে শয়ে শয়ে মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। যাঁদের বেশিরভাগই মৃত্যু হয়েছে। ১৯৩৯ সালের পর তুরস্কে এই প্রথম এত শক্তিশালী কম্পন অনুভূত হল।
ইউএসজিএস জানিয়েছে, সে বছরও তুরস্কে কম্পনের তীব্রতা ছিল ৭.৮। এরজিনকান প্রদেশে ভূমিকম্পে সে বার ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -