Russia-Ukraine Crisis: পুতিন-বিরোধী স্লোগান, ইউক্রেনকে সাহায্যের দাবিতে হোয়াইট হাউসের সামনে জমায়েত

তিন ঘণ্টার বৈঠকেও মেলেনি সমাধান-সূত্র। বেলারুশে বৈঠকের পরেই ইউক্রেনে ফের হামলা চালায় রাশিয়া। বৈঠকের পরেই কিভে পরপর রুশ বায়ুসেনার হামলা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। (ফাইল ছবি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এই বাতাবরণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত সরগরম এই ইস্যুতে। যুদ্ধের আঁচ পৌঁছে গেল আমেরিকায় হোয়াইট হাউসের সামনেও। (ছবি- ANI)

সোমবার ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসের সামনে জমায়েত করে ইউক্রেনিয়ানরা। (ছবি- ANI)
ইউক্রেনের পতাকা হাতে নিয়ে, প্রার্থনা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই চত্বর। তাঁরা প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে স্লোগান তোলেন।(ছবি- ANI)
এমনকী ইউক্রেন-আমেরিকান বংশোদ্ভূত যিনি ইউক্রেনে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাশিয়ায় বেড়ে উঠেছেন, তিনিও সেই জমায়েতে সামিল হন।(ছবি- ANI)
এদিকে এই ইস্যুতে রাষ্ট্রসংঘে জরুরি ভিত্তিতে একাদশতম সাধারণ অধিবেশন বসে। (ছবি- ANI)
সেখানে যুদ্ধবিরতির দাবি ওঠে। এর পাশাপাশি যাতে আলোচনা চালিয়ে যাওয়া হয়, সেই নিয়েও আলোচনা চলে।(ছবি- ANI)
এখনও পর্যন্ত ইউক্রেনে ১৬ জন শিশু-সহ ৩৫২ জন মারা গেছে এবং এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে বলে জানান রাষ্ট্রসংঘে ইউক্রেনের স্থায়ী দূত ।(ছবি- ANI)
এদিকে ক্রমবর্ধমান হিংসার ফলে অসামরিক মানুষ মারা যাচ্ছেন। যথেষ্ট হয়েছে, সৈন্যদের ব্যারাকে ফিরে যেতে হবে, অসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত করতে হবে, বলে মন্তব্য করেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ছবি- ANI)
যদিও ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার, সোমবার রাষ্ট্রসংঘে জরুরি ভিত্তিতে সাধারণ অধিবেশনে একথা জানান রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নেবেনজিয়া। (ছবি- ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -