World Environment Day 2022: 'ধরণী সুস্থ হও', বিশ্ব পরিবেশ দিবসে সব ঠিক করে দেওয়ার অঙ্গীকার
মানুষের হাতে পড়ে করুণ পরিস্থিতি পৃথিবীর। অদূর ভবিষ্যতে তার মূল্য চোকাতে হবে মানুষকেই। মানুষের কর্মে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। পরিবেশ প্রেমীরা দীর্ঘ দিন ধরেই এমন হুঁশিয়ারি দিয়ে আসছেন। কিন্তু মুষ্টিমেয় মানুষই তা নিয়ে চিন্তিত। সেই পরিস্থিতিতেই রবিবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশের করুণ অবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে, পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা গড়ে তুলতেই এই দিনটি পালন করা হয়।
জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক দূষণের কুপ্রভাব চোখে পড়ছে সর্বত্র। এমনকি খনিজ সম্পদের উপরও ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে বিগত শতক থেকে।
তাই পরিবেশ রক্ষায় ১৯৭২ সালে বিশেষ ভাবে উদ্যোগী হয় রাষ্ট্রপুঞ্জ। সে বার স্টকহোমে আয়োজিত মানব সম্পদ এবং পরিবেশ সম্মেলনে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ নিয়ে সেটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
ওই সম্মেলনেই ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানেই তৈরি হয় রাষ্ট্রপু্ঞ্জের পরিবেশ প্রকল্প। সেই থেকে পরিবেশ সচেতনতা দিবস হিসেবে এইদিনটির উপর বিশেষ জোর দেন পরিবেশ প্রেমীরা।
প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হয় ভিন্ন। তৈরি করা হয় স্লোগান। দুশ্চিন্তার বিষয়গুলি তুলে ধরা হয় সকলের সামনে। প্রত্যেক বছর এক এক দেশে এই উপলক্ষে আন্তর্জাতিক বৈঠক, সম্মেলনের আয়োজন হয়।
৪৫তম বিশ্ব পরিবেশ দিবস পালনের আয়োজক ছিল ভারত। সে বার ভারতের তরফে স্লোগান ছিল ‘বিট প্লাস্টিক পলিউশন’, অর্থাৎ প্লাস্টিকের দূষণকে পরাজিত করতে হবে। গত বছর বাস্তুতন্ত্রের পুনরায় প্রতিস্থাপনের সঙ্কল্প গৃহীত হয়। বিশেষ করে জলের তলায় যাওয়া জমি, জঙ্গল এবং কৃষিজমি উদ্ধারকে প্রাধান্য দেওয়া হয় সেখানে।
এ বছর স্টকহোম সম্মেলনের ৫০ বছর পূর্তি। এ বারের আয়োজক দেশ সুইডেন। এ বারের স্লোগান হল, ‘পৃথিবীই একমাত্র’। পরিবেশ এবং মানবজাতির পাশাপাশি সহাবস্থান, ভারসাম্য রক্ষাকে এ বার প্রাধান্য দেওয়া হয়েছে।
জীববৈচিত্রের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবই এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের। একই সঙ্গে কার্বন নির্গমন প্রতিরোধ করাও লক্ষ্য। কংক্রিটের জঙ্গলে মানুষকে শিকড়ের কাছাকাছি থাকা কতটা প্রয়োজন, বার বার তা তুলে ধরেছেন পরিবেশ বিজ্ঞানীরা।
রবিবার তাই টুইটারে সকাল থেকেই ট্রেন্ড করছে এ বারের স্লোগান, #OnlyOneEarth। এই পৃথিবী আমাদের, একে রক্ষার দায়ও আমাদের, এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে সকলকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -