Operation Theater: অপারেশন রুমকে কেন 'অপারেশন থিয়েটার' বলা হয়? নামের নেপথ্যে রয়েছে এক মজার গল্প
অপারেশন থিয়েটার বা OT হল সেই জায়গা যেখানে একজন মানুষ তার দ্বিতীয় জীবন পায়। এই সময় চিকিৎসকরা রোগীর জন্য ভগবানের দূত হিসেবে আসেন এবং জীবন রক্ষা করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাইহোক, 'অপারেশন রুমকে কেন অপারেশন থিয়েটার বলা হয়, জানেন কি? এতে থিয়েটার শব্দটি কেন ব্যবহার হয়?
বিংশ শতকে অপারেশন বা সার্জারি করা খুবই কঠিন কাজ ছিল। এইসময় রোগীকে অজ্ঞান না করেই অপারেশন করতে হত। তবে একবিংশ শতাব্দীতে এই বিষয়গুলি সহজ হয়ে ওঠে। তবে অস্ত্রোপচারের আগেও রোগীর জীবন সবসময় ঝুঁকির মধ্যে ছিল এবং আজও রয়েছে।
প্রকৃতপক্ষে বিংশশতক থেকে হাসপাতাল গুলিতে অপারেশন থিয়েটারগুলি ফিল্ম থিয়েটারের মতোই তৈরি করা হয়েছিল। কারণ তখনকার দিনে মেডিকেলের ছাত্র ও নার্সদের সার্জারি দেখতে আমন্ত্রণ জানানো হতো। তাদের বসার জন্য আসন তৈরি করা হয়েছিল। এই সময় মনে হতো মানুষ যেন সিনেমা দেখছে, কোনও সার্জারি নয়।
সেইসময় একজন নবাগত ডাক্তারকে যখন অস্ত্রোপচারের দায়িত্ব দেওয়া হতো তখন অডিটোরিয়ামে বিশেষ মেডিকেল টিম বসার জন্য ব্যবস্থা ছিল।
পেশাদার এবং অভিজ্ঞ চিকিৎসকদের দল তাদের ভুল ত্রুটিগুলির দিকে নজর রাখতেন। তবে অপারেশনের সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়রাও থাকতেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -