বরিস জনসনের 'দারুণ খবর', আগামী সপ্তাহেই ব্রিটেনের বাজারে আসছে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন
এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় ২০০ ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। Indian Council of Medical Research বা ICMR এবং National Institute of Virology বা NIV-র সহযোগিতায় কোভ্যাকসিন তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। ভারতীয় সংস্থা জাইডাস ক্যাডিলাও ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। তাদের ভ্যাকসিনের নাম ZyCoV-D। রাশিয়া তৈরি করেছে ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’। এছাড়াও কাজ করছে মার্কিন সংস্থা মডার্না। চলছে পরীক্ষামূলক প্রয়োগ। এরই মধ্যে সবাইকে টেক্কা দিল ফাইজার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৪ লক্ষ ৭৭ হাজার ৯৭৬ জনের। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩৭ লক্ষ ৫১ হাজার ৯৩১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আগেই জানিয়েছিল, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রতি ডোজের জন্য ১০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩৭ টাকা খরচ করতে হবে। প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
ঠিক কী লিখেছেন বরিস জনসন? দেখে নিন -
টিকাকরণ শুরু আগামী সপ্তাহেই, দাবি ব্রিটিশ প্রধামন্ত্রী বরিস জনসনের। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা প্রতিষেধকের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডলে লিখেছেন, অবশেষে দারুণ খবর!
চিকিত্সকদের ছাড়পত্র পাওয়ার পর বিশ্বে প্রথম ব্রিটেনের বাজারে আসছে ফাইজার-বায়োএনটেক-এর কোভিড-ভ্যাকসিন। টিকাকরণ শুরু আগামী সপ্তাহে, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -