নজির গড়ল 'দিল বেচারা', আইএমডিবিতে রেটিং দশে-দশ, পরে কমে ৯.৮
একটা সময় রেটিং ১০-এ পৌঁছে যায় । সেই সময় ১,০৪৮ জন রেটিং দিয়েছিলেন। পরে অবশ্য কিছুটা রেটিং কমে যায়। শনিবার দুপুরে রেটিং সামান্য কমে দাঁড়ায় ৯.৮। শুক্রবার সন্ধেয় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। তারপরই আইএমডিবি'তে হু হু করে রেটিং বাড়তে থাকে। সুশান্ত সিংহ রাজপুতের ছবি দেখে কার্যত আপ্লুত নেট দুনিয়া। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ায় আবেগ ধরে রাখতে পারেনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার সন্ধে থেকে ০.২ রেটিং কমলেও এখনও বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকার শীর্ষে আছে ‘দিল বেচারা’।
২৪ জুলাই। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। মুক্তির পরেই গড়ল নজির।
সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারে। সেই জন্য ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার। ট্যুইট করে জানান ফিল্ম ডিরেক্টর হনশল মেহতা।
আইএমডিবি'তে রেটিং-এ দশে দশ পায় ছবিটি। এখনও পর্যন্ত সর্বকালীন সেরা রেটিং পাওয়া সিনেমার তকমা পেল ‘দিল বেচারা’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -